তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সে সময়ে কলকাতা ছিল ব্রিটিশ এবং আমেরিকার সেনাদের বড় ঘাঁটি। তারই মধ্যে ১৯৪২-৪৩ সালে কলকাতায় জাপানি সেনার আক্রমণ শুরু হয়। ১৯৪২ সালে বোমা পড়ে কলকাতায়। তার জেরে ব্যাপক ক্ষতি হয়েছিল খিদিরপুরের ডক। দিনের আলোয় ব্রিটিশ সেনারা কোনওরকমে যুদ্ধে সামাল দিতে পারত। কিন্তু, রাতের অন্ধকারে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর হামলা চালানোর জন্য রাতের অন্ধকারকেই বেছে নিত জাপানি সেনারা। তাদের প্রধান লক্ষ্যই ছিল শহরের বাড়ি, স্থাপত্য, রাস্তাঘাট।