এদিনের আবহাওয়ার পূর্বাভাসে সবার আগে অবশ্যই থাকবে উত্তরবঙ্গ। এখানে পাঁচটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ৫ জেলার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মানে এই তিন জেলার কিছু এলাকায় ৭ মিলিমিটার থেকে ২০ মিলিমিটারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে।