প্রতিবছরই এই একটা বিশেষ দিনে কেমন যেন ইচ্ছে হয় বাবাকে একটা ধন্যবাদ জানাই। জানাই এই কারণে, সন্তানদের প্রতিটা মুহূর্তের বায়না, জেদ, অভিমান, বিপদকে বুক আগে সামলানোর ক্ষমতা রাখেন এই মানুষটা। অথচ, পরিবারে সকথেকে বেশি ব্যস্ত থাকেন তিনিই, সময়ও পান অনেকটা কম। তবে দিনের বাকি সময়টা যে হয়রানি, ক্লান্তি, তার কারনও দিনের শেষে সেই সন্তান ও পরিবার। সেই মানুষটাকে লকডাউনে এবার একটু অন্যভাবে ভালোবাসা জানাতে পারলে মন্দ হয় না।