ওমব্রে লিপস্টিক স্টাইল করতে গেলে প্রয়োজন টিস্যু পেপার, লাল লিপলাইনার, লাল লিপস্টিক, অরেঞ্জ লিপস্টিক, কনসিলার, লিপ ব্রাশ, লিপ বাম, লিপ গ্লস। এই কয়টি জিনিসের সঠিক ব্যবহারে ওমব্রে স্টাইল ফুটিয়ে তুলতে পারেন। তবে, ওমব্রে লিপস্টিক করার ক্ষেত্রে সঠিক টেকনিজ জানা দরকার।