ওমব্রে লিপ নজর কাড়ুন সকলের, রইল ওমব্রে স্টাইল লিপস্টিক পরার পদ্ধতি

নিমেষে সাজ বদলাতে চান, একটা লিপস্টিকই (Lipstick) যথেষ্ট। পোশাকের সঙ্গে মানাসই হোক, কিংবা আকর্ষণীয় কোনও রঙের লিপস্টিক পরে নিন। পালটে যাবে পুরো লুক (Look)। সাজসজ্জায় লিপস্টিকের ভুমিকা বিস্তর। সে কারণে, লিপস্টিক নিয়ে এক্সপেরিমেন্টও (Experiment) কম হয় না। এবার ফ্যাশন দুনিয়ায় এন্ট্রি নিয়েছে ওমব্রে স্টাইল (Ombre Style)। যে কোনও অনুষ্ঠানে করতে পারেন নতুন ধরনের এই লিপস্টিকের স্টাইল। বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে ওমব্রে স্টাইল (Ombre Style)। জেনে নিন কী করে করবেন। 

Sayanita Chakraborty | Published : Mar 6, 2022 6:52 AM IST / Updated: Mar 06 2022, 12:30 PM IST
110
ওমব্রে লিপ নজর কাড়ুন সকলের, রইল ওমব্রে স্টাইল লিপস্টিক পরার পদ্ধতি

সারাদিনের জন্য রয়েছে বিস্তর প্ল্যান (Planning)। পছন্দের রেস্তোয়াঁয় (Restaurant) লাঞ্চ দিয়ে শুরু হবে দিনটা। তারপর মুভি আউটিং, শপিং-র প্ল্যানিং। এই দিন তার চোখে সুন্দর হয়ে ওঠা মাস্ট। এক্ষেত্রে সবার আগে নজর কাড়ুক আপনার ঠোঁট। ওমব্রে স্টাইল করে ফেলুন। এক্ষেত্রে প্রথমে লিপস্টিকের সঠিক রঙ নির্বাচন করুন।   

210

সারাদিনের ঘোরার পরিকল্পনা থাকলে বেছে নিতে পারেন পিঙ্ক। যদি সকলের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে চান, তাহলে ব্যবহার করতে পারেন পিঙ্ক ওয়াইন। তাছাড়া, ক্লাসিক রেড, ম্যাট ফুসিয়া, ব্লাশ রেড তো আছেই। আপনার স্কিনটোন যদি ফেয়ার হয়, তাহলে পরতে পারেন ব্রাউন। ওমব্রে লিপস্টিকের ক্ষেত্রে দুটো রঙের শেড বেছে নেওয়া ভালো। যে রঙের লিপস্টিক পরবেন তার ডিপ রঙ যেমন রাখবেন, তেমনই তার থেকে ২ টো হালকা শেডও রাখুন। 

310

ওমব্রে লিপস্টিক স্টাইল করতে গেলে প্রয়োজন টিস্যু পেপার, লাল লিপলাইনার, লাল লিপস্টিক, অরেঞ্জ লিপস্টিক, কনসিলার, লিপ ব্রাশ, লিপ বাম, লিপ গ্লস। এই কয়টি জিনিসের সঠিক ব্যবহারে ওমব্রে স্টাইল ফুটিয়ে তুলতে পারেন। তবে, ওমব্রে লিপস্টিক করার ক্ষেত্রে সঠিক টেকনিজ জানা দরকার। 

410

ওমব্রে স্টাইল লিপস্টিক পরতে সবার আগে ঠোঁট পরিষ্কার করতে হবে। ঘরোয়া টোটকা মেনে ঠোঁট পরিষ্কার করতে পারেন। চিনি দিয়ে স্ক্রাবিং করে নিন। একটি পাত্রে চিনি গুঁড়ো করে নিন। এবার নারকেল তেলের সঙ্গে সেই চিনি ভালো করে মেশান। ব্রাশে করে ঠোঁটে লাগান। ঘষে তুলে ফেলুন। ঠোঁট ক্রাবিং করে তবেই মেকআপ করবেন।  

510

এবার ঠোঁটের ওপর ও নীচে ভালো করে কনসিলার লাগিয়ে নিন। ঠোঁটে নিচের অংশ অনেকের কালো হয়ে যায়। এই কনসিলারের সাহায্যে ঠোঁটের খুঁত ঢেকে নিন। কনসিলার যেন ভালো ভাবে ব্লেন্ড হয় সেই দিকে খেয়াল রাখুন। তা না হলে, লিপস্টিক লাগানোর পর চারিদিক ফুটে উঠবে। 

610

এবার লাগান ফাউন্ডেশন। হালকা পাফ করে নিন। এবার লাগিয়ে নিন লিপবাম। হয়ে গেলে ব্যবহার করুন লিপলাইনার। লিপলাইনের সাহায্যে ঠোঁটের মাপ ঠিক করুন। মোটা ঠোঁট সরু করুন। লিপলাইনার দিয়ে ঠোঁটের মাপ ঠিক করুন। এই সময় খুব সাবধানে ঠোঁট আঁকবেন। 

710

ঠোঁটের চারিদিকে মোটা করে লিপলাইনার লাগান। ঠোঁটের দুই কোণাও মোটা করে লিপলাইনার দিন। ওপরের ঠোঁটের মাঝখানের ভাজ যাতে ভালো করে বোঝা যায়, সেজন্য লিপলাইনার সাহায্য নিতে পারেন। যে রঙের লিপস্টিক পরতে চান, সেই রঙের লিপলাইনার ব্যবহার করুন। 

810

এবার ব্যবহার করুন হালকা টোনের লিপস্টিক। হালকা টোনের লিকুইট লিপস্টিক ব্যবহার করতে পারেন। ঠোঁটের ঠিক মাঝের অংশে লাগান এই লিকুইড লিপস্টিকটি। সঠিক টেকনিকে ব্যবহার করুন। যাতে ঘেঁটে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। 

910

শুকিয়ে গেলে ব্যবহার করুন লিপগ্লস। লিপস্টিরও পর দিয়ে লিপগ্লস গালিয়ে নিন। শুকিয়ে গিয়ে টিস্যু পেপার ব্যবহার করুন। দুটো ঠোঁটের মাঝে টিস্যু পেপার দিয়ে হালকা করে চিপে নিন। এতে ঠোঁটের ভিতরের অংশে লেগে থাকা লিপস্টিক উঠে যাবে। 

1010

ঠোঁট রাঙাতে একাধিক রঙ থাকলেও লাল রঙটি আভিজাত। আজকের দিকের কথা মাথায় রেখে সাজগোজ করতে গেলে লাল রঙের লিপস্টিক বেছে নেওয়াই ভালো। যে কোনও রঙের পোশাকের সঙ্গেই মানায় লাল লিপস্টিক। লাল রঙের ওমব্রে স্টাইল লিপস্টিক সকলের নজর কাড়বে। তাছাড়াও, বেছে নিতে পারেন রানি, ব্রাইউের মতো রঙ।  

Share this Photo Gallery
click me!

Latest Videos