এবার ব্যবহার করুন কালার কারেক্টর। ত্বকে অনেকেরই ব্রণ-র জন্য নানা রকম খুঁত থাকে। এই খুঁত ঢাকলে লাগান কালার কারেক্টর। পিগমেন্টেশন, লালচে ভাব হবে কালার কারেক্টরের সাহায্যে। নীল, সবুজ, বেগুনি, কমলা ও হলুদ রঙের কারেক্টর পাওয়া যায়। আপনার ত্বকে কোনটা উপযুক্ত তা জেনে কিনে ফেলুন এতে ত্বকের সকল ধুঁত ঢেকে যাবে।