চলছে বৈশাখ মাস। বাংলার নতুন বছর পড়ার পর থেকে একের পর এক অনুষ্ঠান লেগেই থাকে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ যেমন থাকে, তেমনই থাকে বিবাহ বার্ষিকী, পৈতে থেকে জন্মদিন বাড়ির। এর সঙ্গে অফিসের পার্টি তো আছেই। আর গরমের মরশুমে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর এই সকল অনুষ্ঠান মানে সকলের চোখে অনন্যা হয়ে ওঠার লড়াই। কোনও অনুষ্ঠানের নিমন্ত্রণ আসলেই সেখানে কী পরে যাবে, কেমন করে সাজবেন তা নিয়ে রমণরীরা চিম্তায় পড়ে যান। আসলে, গরমে মেকআপ করলেই হল না তা যাকে অক্ষত থাকে সে দিকে নজর দেওয়া বেশ জরুরি। এক্ষেত্রে ব্যবহার করুন মেকআপ সেটিং স্প্রে।