অতিরিক্ত পরিশ্রম করতে গিয়েই শরীর একেবারে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। কোনও কাজেই যেন মনসংযোগ ধরে রাখতে পারছেন না। হঠাৎ রক্তচাপ কমে যাওয়াই এর কারণ। স্বাভাবিকের চেয়ে যখন রক্তচাপ কমে গেলেই তাকে বলা হয় লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন । মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, গা বমি বমি ভাব ও দুর্বলতা হলেই বুঝতে হবে আপনার লো ব্লাড প্রেশার, যা বাড়ায় বিপদের ঝুঁকি। কিন্তু নিয়ম মেনে খাওয়া-দাওয়া করলেই দূর হয় লো ব্লাড প্রেশারের সমস্যা, কী কী খাবার খেলে মুক্তি পাবেন লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে, জেনে নিন বিশদে।