শুধু ভাত খাওয়া বাঙালি কেন, গোটা দুনিয়া বর্তমানে এই রোগের শিকার। মারাত্মক বা সামান্য় ধরনের কোনও আঘাত, হাঁটুর উপাদান হ্রাস, দেহের প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, কোনও রোগের আক্রমণ, এই ধরনের নানা কারণে হাঁটুতে দীর্ঘস্থায়ী ব্য়থা ও বিশেষ ধরনের কিছু উপসর্গ দেখা দিলে, সেটিকে বাত হিসেবে ধরা যেতে পারে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। তাই আসুন জেনে নেওয়া যাক, রোগটি ঠিক কী এবং এই ব্যাথা নিয়ন্ত্রণে রাখতে কীভাবে সাবধানতা অবলম্বন করবেন।