শীতে ত্বক সুন্দর রাখতে চান, তবে স্নানের আগে এই কাজগুলো করতে ভুলবেন না

শীতে শুষ্ক ত্বকের জন্য আমরা অনেককিছু করে থাকি। কিন্তু সব সময় যে টানটান  সুন্দর ত্বক মেলে এমনটা নয়। বা ধরুন অনেকেই থাকেন যারা দামী ক্রিম বা ময়েশ্চরাইজার ব্যবহার করে থাকেন। কিন্তু স্নানের আগে এই টিপসগুলি ব্যবহার করলেই যে মিলতে পারে অনেক বেশি সুফল, তা হয়তো অনেকেরই জানা থাকে না...

Jayita Chandra | Published : Nov 17, 2020 8:55 AM IST
18
শীতে ত্বক সুন্দর রাখতে চান, তবে স্নানের আগে এই কাজগুলো করতে ভুলবেন না

প্রতিদিন স্নানের আগে নারকেল তেল মেখে নিন। শরীরের ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখার জন্য নারকেল তেল শীতের সময় মোক্ষম দাওয়াই। 

 

28

স্নানের জলে অল্প পরিমাণে ফেলেদিন গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। এতে ত্বক ফাটে কম।

38

স্নানের শেষে কিছুটা জলে নারকেল তেল বা অলিভ ওয়েল দিয়ে শেষে সেই জলটা গায়ে ঢেলে নিলেও মেলে একই উপকার।

48

ঠাণ্ডা জল ত্বকের জন্য কখনই উপকারী নয়। কারণ ঠাণ্ডা জলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। সেই কারণে ত্বক ঠিক রাখতে ইষৎ উষ্ণজলে স্নান করুন। 

58

ত্বক ভালো রাখতে স্নানের সময় সাবান মাখার পর গায়ে অল্প পরিমাণে তেল মেখে তবেই উঠুন। নয়তো ত্বক খসখসে হয়ে যায়।

68

সাবানে খার থাকে, তাই শীতের সময় সাবান মাখলে তার আগে অবশ্যই ত্বকের মলিনতার কথা মাথায় রাখা উচিত। তাই মধু ও দুধের সর গায়ে মাখুন। 

78

স্নানের আগে নিতে পারেন হট ওয়েল মাসাজ। এতে আপনার শরীরের মৃত কোষগুলো বেড়িয়ে যায় ও ত্বকের উজ্জবলতা বাড়ে। 

88

নিতে পারেন স্টিম। ত্বকে ভেপার বা স্মিম নিলে ত্বকের রোমকূপগুলো খুলে যায়। এতে ত্বক ভালো থাকে। এ ত্বক টানটান থাকে বহুদিন পর্যন্ত। 
 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos