কর্মক্ষেত্র বা অফিস মানেই প্রতি মুহূর্তে প্রতিযোগিতামূলক কঠিন পরিস্থিতি সম্মুখিণ হওয়া। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ আর উত্পীড়ন এর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে অনেক সময়। অফিসে অনেক সময়েই এই সমস্যার সম্মুখীণ হতে হয় বেশিরভাগ কর্মচারীকে। তবে শুধুমাত্র চাকরি বাঁচানোর তাগিদে তারা মুখ খোলেন না। যা এই সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ার প্রধাণ কারণ। এই সমস্যার সম্মুখীণ হওয়া মানেই আপনার অন্তঃকরণের ক্ষতি। এই সমস্যা আপনার কাজ করার স্বাভাবিক ক্ষমতাকে প্রভাবিত করবেই। অনেক সময় এমনও দেখা যায় এই সমস্ত সমস্যার সম্মুখীণ হয়ে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। তাই জেনে নিন কিভাবে কর্মক্ষেত্রে বুলিং এর সমস্যা কাটানো যায়।