গতবছর ফেব্রুয়ারিতে পুলওয়ামায় চালান হয়েছিল আত্মঘাতী হামলা। তাতে শহিদ হয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। সাম্প্রতির অতীতে এটাই ভারতীয় বাহিনীর উপর সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই হামলার ১৮ মাস পর বিশেষ আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট পেশ করেছে, যাতে সন্ত্রাসে মদত দেওয়ায় নাম রয়েছে পাকিস্তানের। আর এই চার্জশিট জমা পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। 'মনগড়া' বলে চার্জশিট খারিজ করেছে ইমরান প্রশাসন। পাক বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলওয়ামায় জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের নাম জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে ওই চার্জশিটে। এই বিষয়ে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েনি ইসলামাবাদ।