পুলওয়ামা জঙ্গি হামলায় সাড়ে ১৩ হাজারের বেশি পাতার চার্জশিট জমা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ এনআইএ-র তদন্তে উঠে এসেছে, পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ, আল কায়েদা ও তালিবান-- এই তিন জঙ্গি সংগঠন একসঙ্গে কাজ করছে৷ চার্জশিটে বলা হয়েছে, পুলওয়ামা হামলায় মূল অপরাধী উমর ফারুকের ট্রেনিং হয়েছিল আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে৷ প্রায় ১ হাজার পাকিস্তানি জঙ্গি এই আল কায়েদা ও তালিবান ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে৷