এছাড়া এভাবে স্কুল করতে অভ্যস্ত না হওয়ায় রীতিমতো হতাশায় ভুগছে বেশ কিছু বাচ্চা। স্কুলে নতুন ক্লাসে ওঠা মানে বাচ্চাদের কাছে সেটা একটা উৎসব। নতুন বই খাতা, শিক্ষক, নতুন ঘর। সব নতুন। কিন্তু, বাড়িতে বসে বসে ক্লাসে উঠে যাওয়ার ফলে তাদের অনেকেরই মনে হচ্ছে যে সত্যিই ক্লাসে উঠেছি তো? নাকি স্কুল খুললে আবার পুরোনো ক্লাসে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে হীনমন্যতাবোধ জন্মাচ্ছে বাচ্চাদের মনে।