যৌনমিলন শুধু শারীরিকই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। কিন্তু যৌনতার তৃপ্তির কথা শুনলেই ঘাম ছুটে যায় আম-বাঙালির। আজও যৌনজীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পায় ৯০ শতাংশের বেশি বাঙালি। সেক্স-কে আজও বাঙালি এক ট্যাবু হিসাবেই দেখে যায়। তবে সম্পর্কের গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। কিন্তু দীর্ঘদিন বাদে একে অপরের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হলেই সেই সম্পর্কে যেন একটা দুরত্ব চলে আসে। গবেষণা বলছে, সুস্থ জীবন-যাপনের জন্য যৌনমিলন করা অত্যন্ত জরুরি। সম্পর্ককে মজবুত করতে মানসিক ভাবে সংযুক্তির বিশেষ প্রয়োজন।তবে সেক্স করার ইচ্ছা জাগলেই সঙ্গীকে নিয়ে বিছানায় চলে গিয়েই যৌনতা শুরু করে দিলেন, এটা আদতেও ঠিক নয়। জানেন কি, ছোট ছোট কারণগুলির জন্যই সঙ্গমের সময় যৌনতৃপ্তি উপভোগ করতে পারছেন না অনেকেই,এর আসল কারণ কী, খোলসা করে জানালেন বিশেষজ্ঞরা।