কেয়ারিং আচরণ দেখাতে গিয়ে খবরদারি করছেন না তো, নিজের এই কয়টি অভ্যেস বদল করুন

সম্পর্কের শুরুতে প্রেমটা ছিল মাখো মাখো। সারাক্ষণ এক সঙ্গে ঘুরছেন দুজনে। কলেজে দেখা হয়, তারপর কলেজ (College) শেষে তাকে বাড়ি পৌঁছে দেন। যে কোনও অনুষ্ঠানে ঘুরতে যান। সারাদিন ফোন কথা হয়। প্রেমিক (Lover) আপনার সব ব্যাপারে নিজের মতামত জানায়। সম্পর্কের শুরুতে এমন প্রেম ভালো লাগলেও পরে এটাই অসহ্য হয়ে যায়। সারাক্ষণ পার্টনারের (Partner) ওপর খবরদারি করা অনেকের স্বভাব। তাদের ভাষায় এটা কেয়ারিং -এর (Caring) হলেও বাস্তবে তা খবরদারি। তাই সুস্থ সম্পর্ক বজায় রাখতে চাইলে এই কয়টি জিনিস মেনে চলুন। 

Sayanita Chakraborty | Published : Mar 21, 2022 9:20 AM IST
110
কেয়ারিং আচরণ দেখাতে গিয়ে খবরদারি করছেন না তো, নিজের এই কয়টি অভ্যেস বদল করুন

সঙ্গীর সব ব্যাপারে খবরদারি করবেন না। এমন স্বভাব থাকে অনেকের। সম্পর্কের প্রথম দিকে সঙ্গীর সব কথা বললে এতে ভালো লাগে ঠিকই। কিন্তু, এতে সম্পর্ক তিক্ত হয়ে যায়। সম্পর্কের শুরু থেকেই এই জিনিস মেনে চলুন। ভুলেও সঙ্গীর সব ব্যাপারে কথা বলবেন না। তার নিজের ইচ্ছে, তার পছন্দকে গুরুত্ব দিতে শিখুন। 

210

ব্যক্তিগত স্পেশ (Space) বজায় রাখুন। হতেই পারে দুজনে সম্পর্কে রয়েছে। তাই বলে তার ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না, এমন নয়। এতে সম্পর্ক খারাপ হবে। তাই সম্পর্কের প্রথম দিন থেকেই জীবন বজায় রাখুন। এতে অন্যকে স্পেশ দিন। কেউ কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। তবেই সম্পর্ক সুস্থ থাকবে।  

310

সন্দেহ করবেন না। সম্পর্কে সন্দেহ দেখা দিতে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই না জেনে সন্দেহ করার অভ্যেস থাকলে তা বদল করুন। এতে আপনারই ভালো। প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য জীবনে ভুলেও সন্দেহ ঢুকতে দেবে না। কোনও ব্যাপারে সন্দেহ মনে হলে, খোলা খুলি আলোচনা করুন। 

410

তার পেশাকে (Profession) সম্মান করুন। অধিকাংশ ক্ষেত্রে পেশার জন্য ঝগড়া অশান্তি বাড়ে। অনেক ছেলেই চান না তার সঙ্গী কাজ করুক। সম্পর্কের প্রথমে অনেকেই তা মেনে নেয়। কিন্তু, পর এটাই সমস্যা তৈরি করে। তাই আগে থেকে নিজের ভুল শুধরে নিন। দুজনেই দুজনের পেশাকে সম্মান করুন। 

510

হতেই পারে, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। এটাই স্বাভাবিক। কিন্তু, নিজের ভালোলাগে রোজ কলেজের শেষে, সব অনুষ্ঠান তাকে সঙ্গে নিয়ে বের হবেন এমন নয়। অনেক সময়, তার বন্ধু অথবা পরিবারের সঙ্গেও সময় কাটাতে ইচ্ছে হতে পারে। তাই সারাক্ষণ তার সঙ্গে সময় কাটাতে চান এমন করবেন না। এতে তাঁকে আঁকড়ে থাকা হল। 

610

সব সময় ভুল ভাববেন না। অনেকেরই ভুল বোঝার স্বভাব আছে। কোনও ঘটনা না জেনে নিজের মতো ভেবে নেন অনেকে। এতে সম্পর্ক আরও তিক্ত হয়ে যায়। তাই নিজের স্বভাবের বদল করুন। সত্যিই মন থেকে ভালো বাসলে, তার কথা বোঝার চেষ্টা করুন। তার ইচ্ছেকে গুরুত্ব দিন।  

710

সম্পর্ক মজবুত করতে একে অন্যকে সময় দিন। তাকে বোঝার চেষ্টা করুন। দুজনে দুজনের ইচ্ছেকে গুরুত্ব দিন। স্বাধীনতা বজায় রাখুন। সব ব্যাপারে খবরদারি করলে প্রেম ভাঙতে বাধ্য। সম্পর্কে শুরুতে নিজের ভুল শুধরে নিন। তা না হলে পরে সমস্যায় পড়বেন। এবার থেকে এই কয়টি জিনিস অবশ্যই মেনে চলুন।  

810

অফিস ও ব্যক্তিগত জীবন সমান ভাবে ব্যালেন্স করুন। তা না হলে, সম্পর্ক তিক্ত হবেই। কাজের চাপ আছে বলে, সারাদিন অফিসের কাজ করে গেলেন এমন নয়। সম্পর্ক সুন্দর করতে চাইলে কিংবা সম্পর্ক ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিন। তা না হলে, ভুল বোঝাবুঝি ক্রমে বাড়বে। যা এক সময় ব্রেকআপের কারণ হতে পারে। 

910

আক্রমণ করা অনেকের স্বভাব থাকে। মাথা গরম করে, মুখে যা আসল বলে দিলেন। এতে সম্পর্ক আরও তিক্ত হবে। মাথা গরম করার অভ্যেস থাকলে রোজ মেডিটেশন করুন। এতে মাথা ঠান্ডা হবে। সঙ্গে যে কোনও অশান্তি থেকে মুক্তি পাবেন। যে কোনও সিদ্ধান্ত ঠিক ভাবে নিতে পারবেন।    

1010

একে অন্যকে বোঝার চেষ্টা করুন। তার ইচ্ছেকে গুরুত্ব দিন। তা না হলে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে। এতে বাড়বে অশান্তি। যা এক সময় বিচ্ছেদের কারণ হতে পারে। তাই সম্পর্কের শুরু থেকে সতর্ক থাকুন। সুস্থ সম্পর্ক বজায় রাখতে চাইলে যে কোনও পরিস্থিতি বুদ্ধি করে সামলাতে শিখুন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos