২০১৬ রিও অলিম্পিকেই পদক জিততে পারতেন নীরজ চোপড়া। ২০১৬ সালে পোল্যান্ডের বাইডগোস্কজে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। অনুর্ধ্ব-২০ বিশ্বরেকর্ড গড়েছিলেন। যে দূরত্বে ছুঁড়েছিলেন, তা রিও অলিম্পিকের টিকিট দিতে পারত। কিন্তু, দুর্ভাগ্য, অলিম্পিকের যোগ্যতা অর্জনের সময়সীমা শেষ হওয়ার মাত্র ১২ দিন পরে ওই ইভেন্ট হয়েছিল। পাঁচ বছর পর, শনিবার, হরিয়ানার পানিপথের খান্ডরা গ্রামের ছেলে অলিম্পিক অ্যাথলেটিক্স থেকে ভারতকে প্রথম অলিম্পিক পদক এনে দিলেন, তাও একেবারে সোনা। অথচ, একসময় তাঁকে মোটা বলে খেপাত বন্ধুরা। জেনে নেওয়া যাক, ভারতের সোনার ছেলের অজানা গল্প -