ক্ষুধার অনুভূতি তীব্র ও প্রচণ্ড। দারিদ্রের নির্মম কষাঘাত ও পেটের জ্বাল মানুষের জীবনকে নির্মম, দুর্বিসহ করে তোলে। মানুষের দৃষ্টি ও হৃদয় থেকে রূপ-সৌন্দর্য্য ও প্রেমের নান্দনিক বোধগুলিকে ধ্বংস করে দেয়। কিন্তু যখন কঠিন পরীক্ষার পর যখন যখন জীবনে উন্নতি আসে , নিবৃত্তি ঘটে ক্ষুধার তখনও রূপ, রং, প্রেম, সাফল্য জীনকে আন্দোলিত করে তোলে। কিন্তু জীবনের এই কঠিন লড়াইয়ে সবাই জয়ী হতে পারে না। কারণ সবাই মিলখা সিং নয়। দেশভাগের যন্ত্রণা, প্রিয়জনদের হারানোর বেদনা তো ছিলই। কিন্তু তারসঙ্গে ক্ষুধার তীব্র তাড়না সাধারণ মিলখা সিংকে করে তুলেছিল কিংবদন্তী 'ফ্লাইং শিখ'। তাঁর জীবনযুদ্ধ একদিনে যেমন কুর্নিশযোগ্য তেমনই সকলের কাছে অনুপ্রেরণাও।