মার্কিন মুলুকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এর মাঝেই আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আমেরিকায়। তাই নিয়েই এখন সরগরম এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। তবে নির্বাচনে আগে জনমত সমীক্ষার ফলাফল ক্রমশ কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে এখন প্রেসিডেন্ট নির্বাচন হলে ডোনাল্ড ট্রাম্পের শোচনীয় পরাজয় ঘটবে। এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন হলেও ফলাফলটা তাঁর জন্য সুখকর হবে না। এমন পূর্বাভাসই মিলছে দেশটির বেশ কয়েকটি জনমত সমীক্ষায়। নির্বাচনের প্রায় পাঁচ মাস আগে দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে জনমত সমীক্ষার ফলাফল বিগত চার দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান এত বেশি কখনও হয়নি।