শেষ বার ভারতে জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই সময়ের তথ্য অনুসারে বাংলার জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। গত ১০ বছরের এই সংখ্যাটা আরেকটু বেড়ে ৩০ শতাংশ হয়েছে বলে অনুমান করা হয়। মুসলিম সম্প্রদায়ের ভোট ২০১১ সালের আগে পর্যন্ত বামেদের সঙ্গেই ছিল। তারপর থেকে গত লোকসভা নির্বাচন পর্যন্ত এই ভোট সংঘবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ঘরেই। ভোট দিলেও মমতার কাজে যে মুসলিম সমাজ সন্তুষ্ট, তা কিন্তু বলা যাবে না। এর মধ্যে উত্থান ঘটেছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ-এর। কাজেই এইবারের ভোটে মুসলিম ভোট কাদের সঙ্গে থাকবে, এই প্রশ্নটা বেশ জটিল হয়ে উঠেছে।