তবে, বারবার ভোট দিলেও মমতা সরকারের কাজে যে তারা সন্তুষ্ট, এমনটা নয়। বছরের পর বছর ধরে, মমতা মৌলবি ও মুয়াজ্জিনদের ভাতা দিয়েছেন, কিন্তু, আপামর মুসলিম সমাজের জন্য তেমন কিছুই করেননি, এমনটাই মনে করছেন রাজ্যের মুসলমানরা। শিক্ষার অভাব, কাজের অভাব, জীবনযাত্রার অনুন্নত মান, সামাজিক ন্যায়বিচার, তাদের আকাঙ্ক্ষা না মেটা, নীতি নির্ধারণে মুসলিম প্রতিনিধিত্বের অভাবের মতো বিষয়গুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের অভাবে তারা শুধু হতাশই নন, বেশ ক্ষুব্ধ।