গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকেই ভারতে পরিচয় ভিত্তিক রাজনীতির সূচনা হয়েছিল। নব্য উদার অর্থনীতির ভারতে, জাত-বর্ণের পরিচয় ঘিরে রাজনীতি, হিন্দুত্বের পরিচয় ভিত্তিক রাজনীতির বিকাশ ঘটেছিল। তবে তা সীমাবদ্ধ ছিল মোটামুটিভাবে হিন্দি বলয়েই। অন্তত, বাংলায় এতদিন পর্যন্ত রাজনীতির এই পথে ছিল না। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে, দেখা যাচ্ছে বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি। বড়-সড় রূপান্তর দেখা যাচ্ছে বাংলার রাজনৈতিক ভাষার। আর বঙ্গ রাজনীতির এই নতুন ভাষাকেই নির্বাচনী জয়রথের চাকায় পরিণত করেছে বিজেপি।