এই অবস্থায় রাজ্যের নারী সুরক্ষার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতা পুলিশে কমিশনারের সঙ্গে বৈঠক করতে চেয়েছিল জাতীয় মহিলা কমিশন। কিন্তু, সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল কয়েকজন জুনিয়র অফিসারকে। তাঁদের কাছে কোনও তথ্যও ছিল না। কমিশনের কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারেননি তাঁরা। অবশ্য, মহিলাদের সুরক্ষার বিষয়টা যে মমমতা সরকার বরাবরই লঘু করে দেখাতে চায়, পার্কস্ট্রীট কাণ্ড থেকে কামদুনি - বারবারই তার পরিচয় পাওয়া গিয়েছে। পুলিশ ও প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণেই রাজ্যের নারীরা আরও বেশি অসহায় বোধ করছেন।