ভোঁতা দুর্নীতি ও তোলাবাজির পাল্টা অভিযোগও
প্রথমদিকে, দলের দিকে ধেয়ে আসা দুর্নীতির অভিযোগ, বিজেপিতে যাওয়া তৃণমূলত্যাগী নেতাদের ঘাড়ে চাপিয়ে দায়মুক্ত হতে চাইছিল তৃণমূল কংগ্রেস। নির্বিচারে, তৃণমূল নেতাদের দলে নেওয়াটা পদ্মশিবিরের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে, ২০১৬ সালের ভোটেও দেখা গিয়েছিল দুর্নীতির অভিযোগ ভোটে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে, বর্তমানে যেভাবে তৃণমূলের নেতারা পিসি-ভাইপোর দিকে আঙুল তুলছেন, তাতে দুর্নীতির দায়টা কিন্তু, সরাসরি তৃণমূল শীর্ষ নেতৃত্বের দিকেই ঘুরে যাচ্ছে। সোমবারই বিজেপিতে যোগ দেওয়া সিঙ্গুরের বৃদ্ধ মাস্টারমশাইও অভিযোগ করেছেন, তোলাবাজি, কাটমানি খাওয়ার ক্ষমতা নেই বলেই তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস।