টক দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই পুষ্টিবিদরা রোজ খাবার পাতে দই রাখার পরামর্শ দেন। কিন্তু, দিনের বেলা টক দই খাওয়া ঠিক যতটা ভালো, রাতের বেলা টক দই খাওয়া ঠিক ততটাই খারাপ। যদি কেউ রাতে দই খেয়ে ক্ষতির কথা না ভাবেন তাহলে সেটা বড় ভুল হবে।
গরমের দিনে দই ছাড়া যেন কিছুতেই চলে না। আর দই খেলে শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু, অনেকেই দুপুরের পরিবর্তে রাতে দই খাওয়া পছন্দ করেন। রাতে রোজই ডিনারের শেষে টক দই খান। কিন্তু, রাতে দই খাওয়া একেবারেই ঠিক নয়। এতে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এগুলি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।
টক দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই পুষ্টিবিদরা রোজ খাবার পাতে দই রাখার পরামর্শ দেন। কিন্তু, দিনের বেলা টক দই খাওয়া ঠিক যতটা ভালো, রাতের বেলা টক দই খাওয়া ঠিক ততটাই খারাপ। যদি কেউ রাতে দই খেয়ে ক্ষতির কথা না ভাবেন তাহলে সেটা বড় ভুল হবে। রাতে দই খেলে এটা শুধুমাত্র আপনার স্বাস্থ্যকেই নষ্ট করবে না বরং অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।
আরও পড়ুন- কম খরচে স্বাস্থ্যকর জলখাবার যা সুস্থ রাখবে শরীরও, চটপট করে বানিয়ে নিন দই বড়া
আয়ুর্বেদে মতে রাতে দই খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যার সাহায্যে আজও অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার চিকিৎসা করা হয়। অবশ্য এর একটা বৈজ্ঞানিক কারণও আছে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজির মতে, দই শরীরের টিস্যুর বিপরীত ক্রিয়াকলাপ বাড়ায়, যার কারণে এটি শরীরে পার্শ্বপ্রতিক্রিয়াও করে। তাই রাতে দই খাওয়ার ফলে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যার ফলে শরীর ধীরে ধীরে খারাপ হতে পারে।
আরও পড়ুন- ঠান্ডার জন্য নয়, এই বিশেষ কারণেই ভুলেও শীতকালে রাতের বেলা খাবেন না 'টকদই'