রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পালিত হচ্ছে World Hepatitis Day, রইল দিনটির মাহাত্ম্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ৩৫৪ মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি ও সি রোগে আক্রান্ত। এটি একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা। যা একবার শরীরে বাসা বাঁধলে জীবনযাত্রায় আনতে হয় আমূল পরিবর্তন। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। এই রোগ থেকে মুক্ত থাকতে সকলেরই মেনে চলা দরকার বিশেষ কিছু নিয়ম। সকলের প্রয়োজন সতর্ক থাকা। এই সতর্কতা গড়তে পালিত হচ্ছে World Hepatitis Day। 

পালিত হচ্ছে World Hepatitis Day। প্রতি বছর ২৮ জুলাই দিনটি হেপাটাইটিসের মতো মারাত্মক জটিলতা প্রতিরোধের প্রসঙ্গে সলেতনতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট করা হয়েছে। লিভার মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। হেপাটাইটিস লিভারের সমস্যা বৃদ্ধি করে। এই রোগ হেপাটাইটিস A, B, C, D, E এই কয়টি ভাগে বিভক্ত। প্রতি বছর এই রোগ প্রসঙ্গে সাধারণকে সচেতন করতেই পালিত হয় World Hepatitis Day।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ৩৫৪ মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি ও সি রোগে আক্রান্ত। এটি একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা। যা একবার শরীরে বাসা বাঁধলে জীবনযাত্রায় আনতে হয় আমূল পরিবর্তন। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। এই রোগ থেকে মুক্ত থাকতে সকলেরই মেনে চলা দরকার বিশেষ কিছু নিয়ম। সকলের প্রয়োজন সতর্ক থাকা। এই সতর্কতা গড়তে পালিত হচ্ছে World Hepatitis Day। 

প্রতি বছর ২৮ জুলাই সারা বিশ্বকে হেপাটাইটিস রোগ মুক্ত করতে পালিত হয় হচ্ছে World Hepatitis Day। এই রোগ সম্পর্ক সচেতন করাই হল এই দিনটির একমাত্র উদ্দেশ্য। ১৯৬৭ সালে আমেরিকান চিকিৎসক বারুচ স্যামুয়েল ব্লমুবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীকে সম্মান জানাতে, তাঁর জন্মদিন ২৮ জুলাই-ই বিশ্ব  হেপাটাইটিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দিনটি। আর ২০০৮ সালে প্রথম সম্প্রদায় সংগঠিত বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছিল। 

রোগের লক্ষণ- হেপাটাইটিস রোগে আক্রান্ত হলে রোগীর শরীরে কয়টি উপসর্গ দেখা যায়। এই সময় খিদে হ্রাস পায়, ত্বক ও চোখের হলুদ বিবর্ণতা দেখা দেয়। ফ্যাকাশে মল ও প্রস্রাবে রং বদল হয়। পেটে ব্যথা, জয়েন্ট ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব, জ্বরের মতো সমস্যা দেখা দেয়। 

হেপাটাইটিস বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন মানুষকে প্রাভাবিত করে, যার ফলে তীব্র ও দীর্ঘস্থায়ী রোগ হয়। প্রতি বছর ১.৩৪ মিলিয়ন মানুষ এই রোগে মারা গিয়েছে বলে এক সার্ভেতে জানা গিয়েছে। এটি লিভারের কাজে ব্যঘাত বসানোর পাশাপাশি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। হেপাটাইটিল বি সিরোসিসের সবচেয়ে প্রধান কারণ এবং এটি লিভার ক্যান্সার হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হন। সঠিক জীবনধারণ এই রোগ থেকে মুক্তি দিতে পারবে। এই রোগ থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যগ্রহণ জরুরি। 
 

আরও পড়ুন- লক্ষ্মীবারে সুখবর, একধাক্কায় দাম কমল সোনা ও রূপোর, স্বস্তিতে সাধারণ মানুষ

Latest Videos

আরও পড়ুন- 'যৌন সঙ্গীর সংখ্যা দ্রুত কমান', মাঙ্কি পক্স ইস্যুতে পুরুষদের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন- ত্বকের কয়টি গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে আদার গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News