দোলে নকল হইতে সাবধান, কীভাবে চিনবেন ভেষজ আবির

 

  • দোলের আগে ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে
  • পর্যাপ্ত যোগান না থাকায় বিপাকে ক্রেতারা
  • বাজার ছেয়ে দিয়েছে নকল ভেষজ আবিরে
  • আবির কিনতে গিয়ে ঠকচ্ছেন অনেকেই

চাহিদা তুঙ্গে, কিন্তু পর্যাপ্ত যোগান নেই। দোলের আগে বাজার ছেয়ে দিয়েছে নকল ভেষজ আবিরে। সেই আবির কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। 

আরও পড়ুন: জোর করে রং দিলে ঢুকতে হবে শ্রীঘরে, আগাম বার্তা লালবাজারের

Latest Videos

বসন্ত জাগ্রত দ্বারে.... আর ক'দিনের পরেই দোল। রঙের উৎসবে কি আবীর না হলে চলে! অনেকেই হন্যে হয়ে খুঁজছেন ভেষজ আবির। কারণ, সাধারণ বাজার চলতি আবিরে রাসায়নিক পদার্থ মেশানো থাকে। সেই আবির মাখলে ত্বকের ক্ষতির আশঙ্কা ষোলোআনা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে 'লোক ঠকানো'র কারবার ফেঁদে বসেছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। কেউ সাধারণ আবিরের সঙ্গে ভেষজ আবির মিশিয়ে বিক্রি করছেন, তো কেউ আবার ট্য়ালকম পাউডার কিংবা সুগন্ধী মেশানো আবিরকেই 'ভেষজ আবির' বলে চালিয়ে দিচ্ছেন। এই নকল ভেষজ আবির বিকোচ্ছেও দেদার। আবির কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: কীভাবে মাতবেন দোল উৎসবে, রইল সেলিব্রেশনের সেরা দশ উপায়

কিন্তু নকল ভেষজ আবির চেনা যাবে কী করে? ফুল নিষ্কাশন করে যে আবির তৈরি করা হয়, সেই আবিরের রঙ ততটা উজ্জ্বল বা গাঢ হয় না। কিন্তু, ভেষজ আবির যদি নকল হয়, সেক্ষেত্রে আবিরের রঙ অত্যন্ত উজ্জ্বল ও গাঢ় হবে।  রঙ দেখেই সহজেই আসল ভেষজ আবির চেনা সম্ভব বলে জানা গিয়েছে।  প্রতিবারের মতো এবারও দোলের আগে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত উলুবেড়িয়ার একদল প্রতিবন্ধী কিশোর-কিশোরী। তাদের হাতেই পলাশ, গোলাপ, গাঁদা ও অপরাজিতা ফুল থেকে তৈরি হচ্ছে সুগন্ধি ভেষজ আবির। সেই আবির প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে বাজারে। 

 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar