'আজকের দ্রাস ভারতীয় সেনার হাতে তৈরি'। 'কার্গিল যুদ্ধের পর জীবন যেন থমকে গিয়েছিল দ্রাসে।' 'যুদ্ধের প্রতি মুহুর্তের সাক্ষী ছিলেন স্থানীয় সাংবাদিক গুলাম নবি জিয়া' তাঁর মুখেই শোনা গেল সেই গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার কথা!
'আজকের দ্রাস ভারতীয় সেনার হাতে তৈরি'। 'কার্গিল যুদ্ধের পর জীবন যেন থমকে গিয়েছিল দ্রাসে।' 'যুদ্ধের প্রতি মুহুর্তের সাক্ষী ছিলেন স্থানীয় সাংবাদিক গুলাম নবি জিয়া' তাঁর মুখেই শোনা গেল সেই গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার কথা! কীভাবে অতর্কিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। 'পাহাড়ের উপরে সুবিধাজনক অবস্থানে থেকে হামলা চালায় পাকিস্তান।' 'ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল ভারতের।' 'পাক গুলিতে যত না জওয়ান শহিদ হয়েছিলেন, তার থেকে বেশি আহত হয়েছিলেন পাহাড়ের পাথরের আঘাতে।' 'তবু শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যায় ভারত, আসে কাঙ্খিত জয়।' সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন স্থানীয় এই সাংবাদিক।