মা-বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে না, বিশেষ পরিবর্তন সম্পত্তি সংক্রান্ত আইনে

পরিবর্তন হল Inheritance Law-এ। বাবার অর্জিত সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে না, মা-বাবার ইচ্ছার উপর নির্ভর করবে সম্পত্তি তারা কাকে দেবেন। পৈতৃক সম্পত্তিতে ছেলে-মেয়েদের সমান অধিকার থাকবে।

ফের খবরে সম্পত্তির অধিকার সংক্রান্ত আইন। কদিন আগে প্রকাশ্যে এসেছিল বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার প্রসঙ্গ নিয়ে। এবার ফের এল নয়া চমক। শোনা যাচ্ছে, এবার থেকে মা-বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে না। তবে, সে সম্পত্তি বাবার অর্জিত সম্পত্তি হতে হবে।

আসছে নতুন Inheritance Law। এই আইনে এল গুরুত্বপূর্ণ পরিবর্তন। যার সংক্ষিপ্ত বিবরণ সামনে এসেছে। তাতে জানা গিয়েছে।

Latest Videos

নিজের অর্জিত সম্পত্তি কাকে দেবেন তা সম্পর্ণ নির্ভর করবে বাবা-মায়ের ইচ্ছার ওপর।

পৈতৃক সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার থাকবে। এমনকী বিয়ের পরও অধিকার থাকবে।

সম্পত্তি ভাগা-ভাগির ক্ষেত্রে এই সম্পত্তিতে সকলের অধিকার থাকবে।

তেমনই মা-বাবাকে দেখাশোনা না করলে বাবার সম্পত্তিতে সন্তারে অধিকীর সীমিত হতে পারে।

যৌথ পরিবারে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ওয়ানী বা Will -র গুরুত্ব আছে।

জানা গিয়েছে, এই নতুন আইন থেকে অনেকেই উপকৃত হবেন। মা-বাবাকে তাদের সম্পত্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হবে। মেয়েদের আর্থিক ভাবে শক্তিশালী করা হবে। পারিবারিক বিরোধ কমবে। তেমনই বৃদ্ধদের যত্ন উন্নত হবে। সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য করবে। সম্পত্তি ভাগে স্বচ্ছতা আসবে। আইনগত জটিলতা কমে যাবে।

তেমনই এই আইন কার্যকর হওয়ায় কয়টি বিষয় সুবিধা হয়েছে। প্রথমত সম্পত্তির ওপর মা-বাবার অধিকার বেড়েছে। ছেলে মেয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দেওয়ার ফলে লিঙ্গভিত্তিক বৈষম্য কমবে। তেমনই মেয়েরা সমান অধিকার পাওয়ায় ফলে তাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এরই সঙ্গে পরিবর্তন হবে পুরনো ধারণা ও রীতি নীতির।

 

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul