অসমের জেলে স্থানান্তরিত করা হল অমৃতপাল সিং-কে, আঁটোসাঁটো নিরাপত্তার সাথে রয়েছে সিসিটিভির নজরদারি

অমৃতপাল সিং-এর সাথে পাকিস্তানের জঙ্গিদের যোগ রয়েছে কিনা, তার সূত্র খুঁজতে তাঁকে ক্রমাগত জেরা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

২৩ এপ্রিল, রবিবার আত্মসমর্পণ করেছেন পঞ্জাবের ওয়ারিশ পঞ্জাব দে সংগঠনের নেতা অমৃতপাল সিং। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। খালিস্তানি নেতা গ্রেফতার হওয়ার পর পঞ্জাব রাজ্য জুড়ে অশান্তির আবহ ঠেকাতে কয়েক ঘণ্টার মধ্য়েই পঞ্জাব থেকে তাঁকে অসমে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অসমের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে অমৃতপাল সিংকে। এই জেলে বন্দি রয়েছেন তাঁর আট সহকারীও। জেলের অভ্যন্তরে অমৃতপাল যাতে নিজের সঙ্গীদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে না পারেন, তার জন্য তাঁকে আলাদা আইসোলেশন সেলে রাখা হয়েছে। পাকিস্তানের জঙ্গিদের সাথে এই খালিস্তানপন্থী নেতার যোগ রয়েছে কিনা, তার সূত্র খুঁজতে তাঁকে ক্রমাগত জেরা করবেন পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ‘র’ (RAW) ও ইন্টেলিজেন্স ব্য়ুরো (Intelligence Bureau)-র গোয়েন্দারা।

১৮ মার্চ পঞ্জাব পুলিশের চোখের সামনে থেকে বাইকে চড়ে গায়েব হয়ে গিয়েছিলেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং, তারপর থেকে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পঞ্জাব পুলিশ। তাঁকে গ্রেফতার করতে বিশাল অভিযান শুরু করা হয়। এরপর কখনও দিল্লি, কখনও হরিয়ানায় অমৃতপালকে ভোল বদল করে দেখা গেলেও কিছুতেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে দীর্ঘ ৩৬ দিন পর, নিজের স্ত্রীয়ের গ্রেফতারির ৩ দিন পরেই খালিস্তানি নেতা নিজেই নিজের আত্মসমর্পণের কথা জানান। ২৩ এপ্রিল, রবিবার পঞ্জাবের মোগা জেলার একটি গুরুদ্বার থেকে গ্রেফতার করা হয় অমৃতপাল সিংকে।

Latest Videos

গ্রেফতারির আগেই অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে কড়া জাতীয় নিরাপত্তা আইন বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেছিল পঞ্জাব পুলিশ। এই আইনে মামলা হওয়ায়, কমপক্ষে এক বছর বিনা শুনানিতেও অমৃতপালকে বন্দি করে রাখতে পারবে পুলিশ। আপাতত পঞ্জাব থেকে নিয়ে গিয়ে অসম পুলিশের তৎপরতায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ডিব্রুগড় জেলে রাখা হয়েছে অমৃতপাল সিংকে। তাঁর গ্রেফতার হওয়া সঙ্গীদের থেকে কয়েকটি সেল দূরে আলাদা করা আইসোলেশন সেলে রাখা হয়েছে অমৃতপালকে। খালিস্তানি নেতার সঙ্গে পাকিস্তান যোগ সম্পর্কে জানতে আজই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং (RAW) ও ইন্টেলিজেন্স ব্য়ুরো (IB)-র আধিকারিকরা অমৃতপালকে জেরা করবেন বলে জানা গেছে।

এই বিষয়ে জেলের এক আধিকারিক বলেছেন, “খালিস্তানি আন্দোলন ও প্রচারের জন্য অমৃতপাল কোথা থেকে টাকা পেতেন এবং তাঁর সমর্থক কারা, এই বিষয়ে জেরা করা হবে। গোয়েন্দাদের কাছে ইতিমধ্যেই অমৃতপাল সিংয়ের সঙ্গে পাকিস্তান যোগ সংক্রান্ত একাধিক প্রমাণ রয়েছে।” আরেকদিকে, অমৃতপালের গ্রেফতারির পর অসমের ডিব্রুগড় জেলে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। জেলে আগে থেকেই ৫৭টি সিসি ক্যামেরা লাগানো ছিল। অমৃতপালকে নিয়ে আসার পর নতুন করে আরও বেশি সিসিটিভি বসানো হচ্ছে। অমৃতপালকে যে আইসোলেশন সেলে রাখা হয়েছে, সেখানেও ২৪ ঘণ্টা ধরে সিসিটিভির নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন- 
বৃষ্টিতে ভিজল শহর কলকাতা, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে গেল তাপমাত্রার পারদ, তাপপ্রবাহ থেকে নিস্তার
মাত্র ২৭ বছরের মধ্যেই ভয়ঙ্কর তাপপ্রবাহে মারা যাবেন ভারতের লক্ষ লক্ষ মানুষ, আশঙ্কা প্রকাশ করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
Sudan News: রক্তাক্ত সুদানে পৌঁছে গেল নৌবাহিনীর ‘সুমেধা’, জেদ্দায় ভারতীয় বায়ুসেনার দুটি বিমান

Breaking News: মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-এর জামাই সাবারিসানের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি, তামিলনাড়ু জুড়ে শোরগোল

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন