গুরুপ্রসাদ শ্রীনিবাসন Quess Corp-এর ভারতের প্রধান। ২০০৭ সালে Quess প্রতিষ্ঠার পর থেকেই তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত । দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাকে সঞ্চয় করেই তিনি পথ চলছেন।
গুরুপ্রসাদ শ্রীনিবাসন Quess Corp-এর ভারতের প্রধান। ২০০৭ সালে Quess প্রতিষ্ঠার পর থেকেই তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত । দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাকে সঞ্চয় করেই তিনি পথ চলছেন। ৪৫ বছরের গুরুপ্রসাদ শ্রীনিবাসনের জীবন রূপকথার গল্পের মত । গুরুপ্রসাদ শ্রীনিবাসন সংস্থার বিভিন্ন দলগুলি পরিচালনা করেন । তিনি জোর দেন ডিজিটাল কমপ্লায়েন্স, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও লজিস্টিক বিষয়গুলির ওপর । কানাডার ফেরারফ্যাক্স গ্রুপের মাধ্যমে Quess Corp নিয়ন্ত্রিত হয় । মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ৮টি দেশে কাজ করে এই সংস্থা। সংস্থার কর্মীর সংখ্যা ৪.২৪ লক্ষ। ফেয়ারফ্যাক্স বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের বৃহত্তম শেয়ার হোল্ডার সংস্থা।