Ayodhya Ram Mandir: পদ্মের ওপর অধিষ্ঠিত শ্রী রাম, কেমন হল অযোধ্যার রাম মন্দিরের আমন্ত্রণপত্র?

Published : Jan 03, 2024, 02:04 PM IST
ayodhya ram mandir

সংক্ষিপ্ত

রামের কোন মূর্তি পুজো করা হবে, সেটিও চূড়ান্ত করে ফেলেছে মন্দির কর্তৃপক্ষ। তারই মাঝে প্রকাশ পেল রাম মন্দিরে আমন্ত্রণ জানানোর পত্রের ছবি। 

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়ে চলেছে চলতি বছরের ২২ জানুয়ারি। তার আগে মন্দিরের সাজ সজ্জা, নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সহ একাধিক বিষয়ে তুঙ্গে রয়েছে প্রস্তুতি। রামের কোন মূর্তি পুজো করা হবে, সেটিও চূড়ান্ত করে ফেলেছে মন্দির কর্তৃপক্ষ। তারই মাঝে প্রকাশ পেল রাম মন্দিরে আমন্ত্রণ জানানোর পত্রের ছবি। 


২ জানুয়ারি, মঙ্গলবার, থেকে বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে রাম মন্দিরের 'অক্ষত' এবং আমন্ত্রণ পত্র সরবরাহ করার কাজ। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার রাম মন্দির থেকে আসা প্রসাদী চাল অক্ষত ও মন্দির দর্শনের আমন্ত্রণ পত্র তুলে দিচ্ছেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি পালন করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। ২২ তারিখ রাম মন্দিরের দরজা খুলে যাবে দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর হাত ধরে। তাই তাঁর নাম জ্বলজ্বলে অক্ষরে লেখা হয়েছে রাম মন্দিরের আমন্ত্রণপত্রে। 

নয়া আমন্ত্রণপত্রে লেখা রয়েছে উত্তর প্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের নামও। রাম মন্দিরের  প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, ২০২৪ সালে অযোধ্যার মন্দির উদ্বোধন এবং লোকসভা নির্বাচন, দুটোই শুভ হতে চলেছে। ফলে, অযোধ্যার মন্দিরের উদ্বোধনের সঙ্গে যে বিজেপির সৌভাগ্যও অনেকখানি জুড়ে রয়েছে, তেমনই মনে করছেন হিন্দুত্ববাদী রাজনীতিকরা।

 

 


ভারতীয় রেলপথে এখন মোট ৩৭ টি ট্রেন অযোধ্যার সঙ্গে যুক্ত রয়েছে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে আস্থা ট্রেন। দেশের ৪৩০ টি জায়গা থেকে মোট ৩৫ টি ট্রেন নতুন করে চালানো হবে বলে জানা যাচ্ছে। সংগঠনের কর্মীদের অযোধ্যা দর্শনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরা অযোধ্যায় যেতে চান কি না, তার খোঁজ নিচ্ছে বিজেপি। প্রতি এলাকায় ঢোল, খোল, করতাল বাজিয়ে যাঁরা রাম মন্দির দর্শনে যাবেন তাঁদের অভিনন্দন এবং স্বাগত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। 

 

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo