অযোধ্যার জমি বিতর্ক নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার জমির অধিকার পেয়েছে রামলালা। এই রায় ঘোষণার পর দেশবাসীর কাছে 'ভারতভক্তি'র আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সান্তি ও সদ্ভাব বজায় রাখার আবেদনও করেছেন।
এদিন যখন আদালত তার রায় শোনাচ্ছিল, সেই সময় নরেন্দ্র মোদী ছিলেন কর্তারপুর করিডোর খেলার উদ্বোধনে ব্যস্ত ছিলেন। তারপরই তিনি দুটি টুইট করেন অযোধ্যা মামলার রায় নিয়ে। তিনি বলেন, দেশের শীর্ষ অযোধ্যা জমি বিতর্ক নিয়ে তার রায় দিয়েছে। এই রায়কে কোনও পক্ষেরই হার বা জয় হিসাবে দেখা উচিত নয় বলেই জানান তিনি।
অযোধ্যার জমি বিতর্ক নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার ২.৭৭ একর জমির অধিকার দেওয়া হয়েছে রামলালা-কে। এই রায় ঘোষণার পর দেশবাসীর কাছে 'ভারতভক্তি' আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন যখন আদালত তার রায় শোনাচ্ছিল, সেই সময় নরেন্দ্র মোদী ছিলেন কর্তারপুর করিডোর খেলার উদ্বোধনে ব্যস্ত ছিলেন। তারপরই তিনি দুটি টুইট করেন অযোধ্যা মামলার রায় নিয়ে। তিনি বলেন, দেশের শীর্ষ অযোধ্যা জমি বিতর্ক নিয়ে তার রায় দিয়েছে। এই রায়কে কোনও পক্ষেরই হার বা জয় হিসাবে দেখা উচিত নয় বলেই জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন রামভক্তই হোন বা রহিমভক্ত, এটা ভারতবর্ষের প্রতি ভক্তি প্রদর্শনের সময়। ভারতভক্তিকে জোরদার করার সময়। দেশবাসীর প্রতি তিনি শান্তি, সদ্ভাব এবং একতা রক্ষার আবেদন করেন।
তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের এই রায় বিভিন্ন দিক থেকেই গুরুত্বপূর্ণ। এর ফলে বোঝা গেল যে কোনও মতবিরোধই আইনী প্রক্রিয়ায় সমাধান হতে পারে। প্রত্যেক পক্ষকে তাদের নিজেদের বক্তব্য পেশ করার পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কয়েক দশকের পুরানো মামলার সৌহার্দপূর্ণ সমাধান করেছে সর্বোচ্চ আদালত। এর ফলে আইনের উপর সাধারণ মানুষের ভরসা আরও বাড়বে। অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে ১৩০ কোটি ভারতীয় যে শান্তি ও সম্প্রীতির পরিচয় দিয়েছেন তা ভারতের দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানেরই পরিচয় দিয়েছে। এই একতাই ভারতকে উন্নয়নের পথে বদজার রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।