গ্রামে গ্রামে ফসল গুদাম আর জেলায় জেলায় মেডিকেল কলেজ। শনিবার নির্মলা সীতারামনের বাজেটে জুড়ে যেন গান্ধির গ্রামভারত।
গতবছর তাঁর প্রথম বাজেট ভাষণেও গ্রাম ভারতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারও তার অন্য়থা হল না। গ্রামের যুবক-যুবতীদের মৎস্য়চাষে উৎসাহ দিতে সাগরমিত্র প্রকল্পের কথা ঘোষণা করা হল। সেইসঙ্গে মৎস্য় উৎপাদনের লক্ষ্য়মাত্রা বাড়ানো হল। গ্রামে গ্রামে ফসল গুদাম তৈরির কথা বল হল। সেইসঙ্গে দাবি করা হল, কৃষকদের জন্য় ক্রেডিট কার্ড লক্ষ্য়মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কৃষকদের জন্য় ১৫ লক্ষ কোটি টাকা ঋণের ঘোষণা শোনা গেল। ফুলচাষ আর ডেয়ারি উৎপাদনেও জোর দেওয়া হল। সেচ আর তার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হল ২.৮ লক্ষ কোটি টাকা। আরও বেশি হাসপাতাল তৈরির কথা বল হল। জেলায়-জেলায় মেডিকেল কলেজ তৈরির ঘোষণাও শোনা গেল। পাঁচটি নতুন টিকা আর যক্ষা নির্মূল করার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী। বললেন, 'টিবি হারেগা, দেশ জিতেগা'। ২০২২-এর মধ্য়ে চাষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্য়মাত্রা নেওয়া হল।
শুধু এখানেই শেষ নয়। সেচের জন্য় প্রায় ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি দেশের খরাপ্রবণ ১০০টি জেলাকে চিহ্নিত করা হল। সবমিলিয়ে এদিনের বাজেটে মোদী সরকারের অর্থমন্ত্রী যেন প্রমাণ করার চেষ্টা করলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ'।