এবারও তাঁর বাজেট জুড়ে গান্ধীর 'গ্রাম ভারত'

  • এবারও নির্মলা সীতারামনের বাজেট জুড়ে গ্রাম ভারত
  • গ্রামের বেকারদের জন্য সাগরমিত্র প্রকল্প ঘোষণা
  • গ্রামে গ্রামে ফসল গুদাম আর জেলায় জেলায় মেডিকেল কলেজ
  • কৃষকদের জন্য  ১৫ লক্ষ কোটি টাকা ঋণের ঘোষণা

গ্রামে গ্রামে ফসল গুদাম আর জেলায় জেলায় মেডিকেল কলেজশনিবার নির্মলা সীতারামনের বাজেটে জুড়ে যেন গান্ধির গ্রামভারত

গতবছর তাঁর প্রথম বাজেট ভাষণেও গ্রাম ভারতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারও তার অন্য়থা হল না গ্রামের যুবক-যুবতীদের মৎস্য়চাষে উৎসাহ দিতে সাগরমিত্র প্রকল্পের কথা ঘোষণা করা  হল সেইসঙ্গে মৎস্য় উৎপাদনের লক্ষ্য়মাত্রা বাড়ানো হলগ্রামে গ্রামে ফসল গুদাম তৈরির কথা বল হলসেইসঙ্গে দাবি করা হল, কৃষকদের জন্য় ক্রেডিট কার্ড লক্ষ্য়মাত্রা ছাড়িয়ে গিয়েছেকৃষকদের জন্য় ১৫ লক্ষ কোটি টাকা ঋণের ঘোষণা শোনা গেলফুলচাষ আর ডেয়ারি উৎপাদনেও জোর দেওয়া হল সেচ আর তার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হল ২.৮ লক্ষ কোটি টাকা আরও বেশি হাসপাতাল তৈরির কথা বল হল জেলায়-জেলায় মেডিকেল কলেজ তৈরির ঘোষণাও শোনা গেল পাঁচটি নতুন টিকা আর যক্ষা নির্মূল করার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী বললেন, 'টিবি হারেগা, দেশ জিতেগা'। ২০২২-এর মধ্য়ে চাষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্য়মাত্রা নেওয়া হল

Latest Videos

শুধু এখানেই শেষ নয় সেচের জন্য় প্রায়  ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি দেশের খরাপ্রবণ  ১০০টি জেলাকে চিহ্নিত করা হল সবমিলিয়ে এদিনের বাজেটে মোদী সরকারের অর্থমন্ত্রী যেন প্রমাণ করার চেষ্টা করলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ'

Share this article
click me!

Latest Videos

'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র