পঞ্চম এবং চূড়ান্ত কক্ষপথে সফলতার সঙ্গে প্রবেশ করে গেছে চন্দ্রযান ৩। ১৭ অগাস্ট আলাদা হয়ে যাবে মূল ল্যান্ডার।
১৪ জুলাই দুপুর থেকে চাঁদের উদ্দেশে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ISRO-র Chandrayaan 3। অগাস্টের ১৬ তারিখ চাঁদের পঞ্চম এবং শেষ কক্ষপথে পৌঁছে গেল এই চন্দ্রযান। বিজ্ঞানীদের সুচারু চেষ্টার সফলতা। পরিকল্পনামাফিল বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ চাঁদের শেষ কক্ষপথে ঢুকে পড়ল এই মহাকাশযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) জানিয়েছে যে, ১৭ অগাস্ট, অর্থাৎ বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডার বিক্রম।
ল্যান্ডার বিক্রমের থেকে আলাদা হয়ে গেলেই চাঁদের ভূমিতে নামার চেষ্টা শুরু করবে চন্দ্রযান ৩। এবিষয়ে, ১৬ অগাস্ট ISRO সংস্থা একটি টুইট করে জানিয়েছে যে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছে গিয়েছে চাঁদের কক্ষপথে। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে পৃথিবীর কক্ষপথের মধ্যেই ঘুরছিল মহাকাশযানটি। সেখানেও ৫ বার কক্ষপথ বদল করতে হয়েছে এটির।
২৩ অগস্ট তারিখে বিকেল ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে ভেতরে নিয়ে সফট ল্যান্ডিং, অর্থাৎ চাঁদের মাটিতে নামার কথা রয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের। সেই পরিকল্পনা সফল হলেই আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারতের মহাকাশযান। একই সাথে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার ঘটবে কোনও দেশের পদার্পণ। দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশ পৌঁছতে পারেনি, সেই চিরঅন্ধকার ভূমিতে কী রয়েছে, তা জানার আগ্রহ এবার পরিপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন-
যাদবপুর থেকে পালিয়ে গা-ঢাকা দিয়েছিলেন গ্রামের বাড়িতে, ৬ জনকে পাকড়াও করল পুলিশ
নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আয়কর সম্বন্ধীয় মেসেজ পেলেই ভুল করবেন না
Rishi Sunak: ‘জয় শ্রী রাম’, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধ্বনি তুললেন ঋষি সুনক