মহাকাশের পথে চন্দ্রযান ৩, একনজরে দেখে নিন চাঁদের অবতরণ থেকে পরীক্ষা-নিরিক্ষার খুঁটিনাটি তথ্য

মহাকাশের পথে চন্দ্রযান ৩, একনজরে দেখে নিন চাঁদের অবতরণ থেকে পরীক্ষা-নিরিক্ষার খুঁটিনাটি তথ্য

Published : Jul 14, 2023, 02:06 PM IST

আজ মহাকাশে যাত্রা করছে চন্দ্রযান ৩ । চাঁদের প্রকৃতি ও ভূখণ্ড নিয়ে তথ্যানুসন্ধান করবে চন্দ্রযান ৩ । চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী ।

২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণের কথা চন্দ্রযানের। চাঁদের দক্ষিণ মেরুতে এই মহাকাশযানের অবতরণের কথা রয়েছে। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণ করাতে চলেছে ভারত। মহাকাশযানের 'সফট ল্যান্ডিং' অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে মঙ্গলে অভিযানের সময় 'সফট ল্যান্ডিং' করতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। এবার সফল হওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের পর রোভারের মাধ্যমে অনুসন্ধান চালানো হবে। চন্দ্রযান ৩ অভিযানের আগে ২ বার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ইসরো। প্রথম অভিযান হয় ২০০৮ সালের ২২ অক্টোবর। এই অভিযানে প্রাথমিকভাবে চাঁদের মাটিতে জল আবিষ্কার হয়। এরপর আরও অনেক আবিষ্কার হয় এই অভিযানে। ইসরোর দ্বিতীয় চন্দ্রাভিযান হয় ২০১৯ সালের ২২ জুলাই। এবার মহাকাশযান পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার উপরে মহাকাশযানের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার তৃতীয় অভিযান সফল হবে বলেই আশা ইসরোর। যে কোনও বড় অভিযানের আগে ইসরোর বিজ্ঞানীরা তিরুপতি মন্দিরে পুজো দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও ইসরোর কয়েকজন বিজ্ঞানী চন্দ্রযান-৩-এর মিনিয়েচার মডেল নিয়ে তিরুপতি মন্দিরে যান। শুক্রবার দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শুরু হবে এই অভিযান। লঞ্চ ভেহিকল মার্ক-৩-এর মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হবে মহাকাশযান। টেলিভিশনে এই অভিযান সরাসরি দেখা যাবে দূরদর্শনে। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবে সরাসরি এই উৎক্ষেপণ দেখা যাবে ইসরোর ইউটিউব চ্যানেলে। এছাড়া যাঁরা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে গিয়ে সরাসরি এই অভিযান দেখতে চান, তাঁরা ইসরোর ওয়েবসাইট ivg.shar.gov.in-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে লঞ্চ ভিউ গ্যালারিতে গিয়ে উৎক্ষেপণ দেখতে পারেন। 
 

04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে