Cyclone Dana: ঘূর্ণিঝড় 'দানা' নিতে পরবেন না একটি প্রাণও, নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ
ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি ওড়িশা প্রশাসন। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী পারাদ্বীপ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ।
Saborni Mitra | Published : Oct 22, 2024 10:42 AM IST
নিম্নচাপের অবস্থান
নিম্নচাপের অবস্থান
এখনও তৈরি হয়নি ঘূর্ণিঝড়। নিম্নচাপ হিসেবেই অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বুধবার ঘূর্ণিঝড় তৈরি হবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পরে বঙ্গোপসাগরের নিম্নচাপ।
ল্যান্ডফল কোথায়
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ ও পুরীর মধ্যে যে কোনও স্থানে।
প্রস্তুতি ওড়িশা সরকার
ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পুরোপুরি প্রস্তত ওড়িশা সরকার। ত্রাণ শিবির থেকে শুরু করে আশ্রয় স্থল তৈরি করা হয়েছে।
প্রস্তুত ওড়িশা
ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জনিয়েছেন, ইতিমধ্যেই ২৫০টি ত্রাণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। খোলা হয়েছে ৫০০ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
স্থানান্তর
নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে গর্ভবতী মহিলাদের। তাদেরও তালিকা প্রস্তুত করা হয়েছে।
ত্রাণ কেন্দ্রের নিরাপত্তা
ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বয়স্ক মানুষ, নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ত্রাণ কেন্দ্রে নারী পুলিশ মোতায়েন করা হবে।
খাদ্য মজুত
ওড়িশা প্রশাসন জানিয়েছে ত্রাণ কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই শুকনো খাবার আর পানীয় জল মজুত করা হয়েছে। পর্যাপ্ত ত্রিপল রাখা হয়েছে।
লাল সতর্কতা
ওড়িশা প্রশাসন জানিয়েছে রাজ্যের সমস্ত বন্দরেই লাল সতর্কতা জরি করা হয়েছে। দুর্যোগের কারণে যাতে একজনেরও মৃত্যু না হয় তারই ব্যবস্থা করা হয়েছে।
পুরী ছাড়ছে পর্যটকরা
ওড়িশা প্রশাসন সূত্রের খবর, বহু পর্যটক মঙ্গলবারই পুরী ছেড়ে যেতে শুরু করেছে। তবে তাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী
ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ও ন্যাশানাল ডিজাস্টার রিসপন্স ফোর্সের একাধিক দল ঘূর্ণিঝড় প্রভাবতি এলাকায় মোতায়ন করা হবে।
ল্যান্ডফলের সময় গতিবেগ
প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই ল্যান্ডফল করতে পারে দানা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।