২৪ ঘণ্টায় ৯০ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

  • ৯০ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ
  • নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪,৩৩২ জন
  • উদ্বেগ বাড়াচ্ছে করোনায় আক্রান্তদের মৃত্যু
  • ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

debojyoti AN | Published : Jun 12, 2021 5:20 AM IST / Updated: Jun 12 2021, 11:00 AM IST

কয়েকদিন ধরেই ৯০ হাজারের বেশি ছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। শনিবার সংক্রমিতের সংখ্যা নামল ৮৫ হাজারের নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫।

আরও পড়ুন- গত ৩ সপ্তাহে মৃত্যু ২১০০-রও বেশি, কালো ছত্রাক সংক্রমণের ঘটনা বাড়ল দেড়শ শতাংশ

তবে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনায় আক্রান্তদের মৃত্যু। শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪০৩জনের। আর শনিবার এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৭ হাজার ৮১। 

গত কয়েকমাসে দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এরপর করোনা সংক্রমণে রাশ টানতে লকডাউনের পথে হেঁটেছিল একাধিক রাজ্য। এখনও বেশ কয়েকটি রাজ্যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। আর তারপরই ধীরে ধীরে কমতে শুরু করে সংক্রমণ। যার ফলে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের নিচে নেমে গিয়েছে। এমনকী, দেশের সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত ৫ দিন ধরেই সংক্রমণের হার রয়েছে ৫ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। এখন দেশে আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক বেশি। যার ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। 

তবে আক্রান্তের সংখ্যা কমলেও স্বস্তিতে নেই দেশবাসী। কারণ এরপর করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। যার কারণে দ্রুত টিকাকরণ সম্পন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। মে মাসে টিকাকরণ কিছুটা কম হলেও জুনের শুরুতে টিকাকরণ গতি পেয়েছে। দেশে এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২৪ কোটি ৬ লক্ষ ৩০৪ জনকে। 

Share this article
click me!