উত্তেজনার মধ্যে ইউক্রেনে রয়েছে ২০ হাজার পড়ুয়া। আর তা নিয়ে রাষ্ট্রসংঘে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এ প্রসঙ্গে তিরুমূর্তি বলেন, "ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ভারতের কাছে সবচেয়ে জরুরি কাজ। কারণ ইউক্রেনের বিভিন্ন প্রান্তে রয়েছেন ভারতীয়রা। এমনকী, সীমান্তবর্তী এলাকাতেও তাঁরা রয়েছেন। তাই তাঁদের যাতে নিরাপত্তা ভারতের কাছে সবথেকে বেশি জরুরি।"
পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তার জেরে চরম উত্তেজনার মাঝেই পূর্ব ইউক্রেনের (Ukraine) দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। যদিও রাশিয়ার এই পদক্ষেপে একেবারেই খুশি নয় আমেরিকা-সহ (America) একাধিক দেশ। আর সেই কারণেই রাশিয়ার (Russia) বিরুদ্ধে পদক্ষেপ করতে মঙ্গলবার জরুরি সভা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council)। এই পরিস্থিতিতে উভয়পক্ষকেই শান্তিপূর্ণভাবে ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে ভারত (India)।
মঙ্গলবার ইউক্রেন সমস্যা নিয়ে জরুরি বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে কিয়েভ ও মস্কো দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানায় ভারত। একইসঙ্গে, কূটনীতির মঞ্চে আলোচনার মাধ্যমে সব সমাধান সূত্র বের করার বার্তাও দিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি (TS Tirumurti) আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা সব পক্ষকে সংযম রাখার আহ্বান জানাচ্ছি। রাশিয়ান ফেডারেশন (Russian Federation) ও ইউক্রেনের (Ukraine) মধ্যে সংঘাত আঞ্চলিক স্থিতাবস্থা ও নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।"
আরও পড়ুন- রাশিয়ার হামলা কি তাহলে সময়ের অপেক্ষা, ইউক্রেনের বিক্ষুব্ধ অঞ্চলে সেনা পাঠালেন পুতিন
এদিকে এই উত্তেজনার মধ্যে ইউক্রেনে রয়েছে ২০ হাজার পড়ুয়া। আর তা নিয়ে রাষ্ট্রসংঘে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এ প্রসঙ্গে তিরুমূর্তি বলেন, "ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ভারতের কাছে সবচেয়ে জরুরি কাজ। কারণ ইউক্রেনের বিভিন্ন প্রান্তে রয়েছেন ভারতীয়রা। এমনকী, সীমান্তবর্তী এলাকাতেও তাঁরা রয়েছেন। তাই তাঁদের যাতে নিরাপত্তা ভারতের কাছে সবথেকে বেশি জরুরি।" শুধু তাই নয়, বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছে নয়াদিল্লি। এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আজ কিয়েভের উদ্দেশে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বি-৭৮৭ বিমান। আর সেখান থেকে যাত্রীদের নিয়ে আজ রাতেই ওই বিমান দিল্লিতে ফিরবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন সংকট কাটাতে যু্দ্ধের মাঠে ফ্রান্স, বৈঠকে বসতে রাজি বাইডেন পুতিন
এই সমস্যা সমাধানের জন্য বারবার দিল্লির তরফে কূটনৈতিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, "আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। সেই জন্য আমরা সব পক্ষকে সংযম হওয়ার আবেদন করছি। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সমাধানে যাতে দ্রুত পৌঁছানো যায় তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।"
আরও পড়ুন- পুতিনের আমন্ত্রণ গ্রহণ পাক প্রধানমন্ত্রীর, মস্কো সফরে যাচ্ছেন ইমরান খান
উল্লেখ্য, সোমবার রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেত্সক গণপ্রজাতন্ত্রী এবং লুহানৎসক গণপ্রজাতন্ত্রীকে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া। ফলে ক্রিমিয়ার পর আবারও বিভক্ত হয় ইউক্রেন। এহেন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা বৈঠক। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।