ফের মারণ সংক্রমণ ছড়িয়ে পড়ছে ভারতে! নতুন আতঙ্কের নাম চাঁদিপুর ভাইরাস, ইতিমধ্যেই মৃত ৮২
ফের ধেয়ে আসছে মারণ ভাইরাসের ঝড়। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। এই নতুন আতঙ্কের নাম হল চাঁদিপুর ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিগত ২০ বছরে এত ভয়ঙ্কর আউট ব্রেক দেখা যায়নি বলেই অনুমান হু-এর।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জুনের প্রথম থেকে অগাস্টের ১৫ মধ্যে স্বাস্থ্য মন্ত্রক AES -এর ২৪৫টি কেস রিপোর্ট করেছে। যার মধ্যে ইতিমধ্যেই ৮২ জন মারা গিয়েছে বলা জানা গিয়েছে।
ভারতের মোট ৪৩ জেলায় এই রোগের সংক্রমণ দেখা গিয়েছে। মোট ৬৪ জন চাঁদিপুর ভাইরাসে সংক্রমিত বলে জানা গিয়েছে। গুজরাটে প্রতি চার থেকে পাঁচ বছর অন্তর অন্তর এই রোগের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
১৫ বছরের কম বয়সী শিশুরা জ্বরে আক্রান্ত হলে অবশ্যই টেস্ট করিয়ে নিতে হবে। হু জানিয়েছে রেফারেল ল্যাবরেটরিতে সেরোলজিক্যাল এবং ভাইরোলজিক্যাল পরীক্ষার জন্য সময় মতো নমুনা সংগ্রহ পরিবহন এবং সিরাম ও সেরিব্রোস্পাইনাল প্লুইড নমুনা পরীক্ষা সহ ল্যাবরেটরি ডায়গনস্টিক ক্ষমতা উপলব্ধ রয়েছে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
এই ভাইরাসের আসল নাম চাঁদিপুর ভেসিকুলোভাইরাস। ১৯৬৫ সালে, মহারাষ্ট্রের চাঁদিপুর গ্রামে এই ভাইরাসের প্রথম সনাক্ত করা হয়েছিল। সেই থেকেই এই নামকরণ করা হয়েছে। এটি একটি RNA ভাইরাস বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।