দিল্লি নির্বাচন ২০২০, মেরুকরণ হল কিন্তু বিজেপি-র জন্য হল বুমেরাং

দিল্লি বিধানসভা ২০২০-র ভোটে মেরুকরণ করতে চেয়েছিল বিজেপি।

সরাসরি শাহিনবাগের বিপক্ষে ভোট চেয়েছিলেন নেতারা।

তাতে কি আদৌ লাভ হল গেরুয়া শিবিরের?

নাকি আখেড়ে তা বুমেরাং হয়ে গেল?

 

দিল্লি বিধানসভা ২০২০-র ভোটে মেরুকরণ করতে চেয়েছিল বিজেপি। এতে কোনও সন্দেহ নেই। সম্প্রদায়ের ভিত্তিতে সরাসরি না হলেও, নাহরিকত্ব আইনের প্রশ্নে দিল্লির ভোটে মেরুকরণ চেয়েছিল তো বটেই। খোলাখুলি অমিত শাহ-নরেন্দ্র মোদীরা জনসভায় বলেছেন, ইভিএম-এ স্পষ্ট করে দিতে হবে  আপনি শাহিনবাগ-এর পক্ষে না বিপক্ষে। তবে এর আড়ালে ছোট-মাঝারি মাপের নেতাদের দিয়ে 'ভারত-পাকিস্তান'এর লড়াই', 'গোলি মারো', 'মুঘলরাজ ফিরে আসবে'-র মতো মন্তব্য করিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাও ছিল। কিন্তু ইভিএম-এ তা কিন্তু আখেড়ে বুমেরাং হয়ে গেল গেরুয়া শিবিরের জন্য

কয়েকটা পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। ওখলা আসন থেকে আম আদমি পার্টির বিশিষ্ট মুসলিম নেতা আমানতউল্লা খান ৯১,০০০-এরও বেশি বোটে জয়ী হয়েছেন। ওখলা মুসলিম অধ্যুষিত এলাকাই শুধু নয় এই কেন্দ্রের মধ্য়েই পড়ে শাহিনবাগ ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। যে দুই জায়গা-কে সিএএ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র বলা যায়। এই আসন থেকে আমানতউল্লা খানের জয় মোটেই বিস্ময়কর নয়। ২০১৫ সালেও আমানতউল্লা-ই জিতেছিলেন। কিন্তু, সেইবার তাঁর জয়ের ব্যবধান ছিল ৬৫,০০০। অর্থাৎ, এইবার জয়ের ব্যবধান বেড়েছে ২৬,০০০-এরও বেশি।

Latest Videos

আবার সিএএ বিরোধী আন্দোলন-কে কেন্দ্র করে যে সিলামপুর-এ হিংসা ছড়িয়ে পড়েছিল, সেই সিলাম পুর বিধানসভা কেন্দ্র থেকে আপ প্রার্থী আবদুল রহমান জয়ী হয়েছেন বিজেপির দক্ষ মিশ্র-কে পরাজিত করে। গতবার আপ প্রার্থী এখানে ৫১.২৫ শতাংশ ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২১.২৮ শতাংশ ভোট। এবার কংগ্রেসের ভোটের প্রায় সবটাই চলে এসেছে আপ-এর ঝুলিতে। সিলামপুর-ও একটি মুসলিম অধ্যুষিত বিধানসবা কেন্দ্র।

দুটি উদাহরণ থেকে সম্পূর্ণ চিত্রটা স্পষ্ট না হলেও প্রবণতাটা বোঝা সম্ভব। এটা বোঝাই যাচ্ছে, বিজেপি-র একটানা মেরুকরণের প্রচেষ্টায় সংখ্যালঘু সম্প্রদায় ব্যাপকভাবে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে ভোট দিয়েছে। মুসলিম ভোট সংহত হয়েছে আম আদমি পার্টির পক্ষে । কিন্তু, অপরদিকে হিন্দু সম্প্রদায়ের ভোটে এতটা মেরুকরণ ঘটেনি। নাহলে ফলাফল বিজেপি-র পক্ষে এতটা হতাশাজনক হত না। বরং, অধিকাংশ জায়গাতেই কেজরিওয়াল, তাঁর 'সফট হিন্দুত্ব' (হনুমান চল্লিশা পাঠ ও হনুমান মন্দিরে পূজো দেওয়া)-এর রাজনৈতিক ভারসাম্য ও তাঁর কাজের জোরে হিন্দু ভোট ধরে রেখেছেন।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury