অযোধ্যার রাম মন্দিরে প্রার্থনা শুরু হবে ১৪ জানুয়ারি ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ১৪-২৪ জানুয়ারির মধ্যে । বিশেষ সাক্ষাৎকারে বললেন নৃপেন্দ্র মিশ্র ।
আগামী বছর , ২০১৪ সালের ১৪-২৪ জানুয়ারির মধ্যে যে কোনও দিনই অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে পার। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ানেট নিউজ নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটি চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন এই আমলা আরও বলেছেন, ২০২৪ সালে রাম মন্দিকে প্রার্থনা ও প্রতিমা স্থাপন অনুষ্ঠান শুরু হবে।