ভারত থেকে সোজা চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করেছে ISRO-র চন্দ্রযান ৩। এই কর্মকাণ্ডে দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন প্রকল্প পরিচালক পি ভিরামুথুভেল, তাঁর সহযোগী প্রকল্প পরিচালক ছিলেন কল্পনা কালাহাস্তি ।
দুর্দান্ত সাফল্যের সঙ্গে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সোজা উড়ে গিয়ে ২৩ অগাস্ট তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র মহাকাশযান চন্দ্রযান ৩। এই বিরাট কর্মকাণ্ডের নেপথ্যে দিন-রাত কঠোর পরিশ্রম করে সাফল্য এনে দিয়েছেন প্রকল্প পরিচালক পি ভিরামুথুভেল এবং তাঁর সহযোগী প্রকল্প পরিচালক কল্পনা কালাহাস্তি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO)-র প্রবীণ বিজ্ঞানী পি ভিরামুথুভেল বিগত কয়েক বছর ধরে মহাকাশ গবেষণা সংস্থার অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে জোরদার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। চন্দ্রযান-৩ মিশনের প্রকল্প পরিচালক সহ ISRO-তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি। ভিরামুথুভেল মহাকাশ অনুসন্ধানে অভিজ্ঞতা সম্পন্ন একজন অত্যন্ত সম্মানিত বিজ্ঞানী এবং প্রকৌশলী। তিনি ISRO টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। চন্দ্রযানের কৃতিত্ব ভারতের মহাকাশ কর্মসূচির একটি প্রধান মাইলফলক এবং এটি ভিরামুথুভেলের নেতৃত্ব ভারতের দক্ষতার প্রমাণ। তাঁর পাশাপাশি মহিলা বিজ্ঞানী কল্পনা কালাহাস্তিও ভারতের এক অনন্য সম্পদ। ভারতের বিভিন্ন উপগ্রহ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কল্পনা। শুধুমাত্র চন্দ্রযান-ই নয়, ভারতের বিভিন্ন উপগ্রহ নির্মাণ, এমনকি, মঙ্গলযান নির্মাণের ক্ষেত্রেও কল্পনা কালাহাস্তি অগ্রণী ভূমিকা নিয়েছেন। পি ভিরামুথুভেল এবং কল্পনা কালাহাস্তি-র সাক্ষাৎকার নিল এশিয়ানেট নিউজ। কীভাবে তাঁদের প্রচেষ্টা জোরদার সাফল্য এনে দিল চন্দ্রযান ৩-কে, তা জানার জন্য অবশ্যই চোখ রাখুন আজকের সাক্ষাৎকার পর্বে।