গত ২ দশকে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব আর অস্বীকার করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র।
জি-২০ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হল। মার্কিন প্রেসিডেন্টের দূরদৃষ্টি এবং ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে তাঁর দায়বদ্ধতার প্রশংসা করেছেন মোদী। তিনি কয়েক মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেই সফরে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ২ রাষ্ট্রনেতা। তাঁরা প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা জানিয়েছেন। চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের জন্য ভারতকে অভিনন্দন জানিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারের বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামত আদান-প্রদান করেছেন মোদী ও বাইডেন। ভারতের জি-২০ প্রেসিডেন্সির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্যের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার ভারত সফরে এসেছেন বাইডেন। নয়াদিল্লিতে শনিবার ও রবিবার জি-২০ সম্মেলন হতে চলেছে। এই সম্মেলনে যোগ দিতেই ভারতে এসেছেন বাইডেন। তিনি নয়াদিল্লিতে এসেই মোদীর সঙ্গে বৈঠক করলেন। ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কও বেশ ভালো। শুক্রবার ফের তার প্রমাণ পাওয়া গেল। এদিনের বৈঠকে বাইডেনের দূরদর্শিতার প্রশংসা করেন মোদী। তিনি বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নত করতে হবে। বিশ্বে ২ দেশের কৌশলগত বোঝাপড়া আরও উন্নত করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, অভিন্ন কৌশল এবং ২ দেশের মানুষের যোগাযোগের ফলেই সম্পর্কের উন্নতি হচ্ছে।
এদিনের বৈঠকে মোদী ও বাইডেন 'ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনলজি' (আইসিইটি) নিয়ে আলোচনা করেছেন। এ বছরের জুনে মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তির কথা হয়েছিল, সেগুলি নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ২ রাষ্ট্রপ্রধান। তাঁরা দ্বিপাক্ষিক সহযোগিতা, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি এবং নাগরিকদের যোগাযোগদের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান পাঠাতে পেরেছে ভারত। ইসরোর এই ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করেছেন বাইডেন। তিনি ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি মহাকাশ গবেষণা ও অভিযানের ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝাপড়া বৃদ্ধির কথা বলেছেন।
এদিনেরক বৈঠকে একাধিক আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়েও আলোচনা করেছেন মোদী ও বাইডেন। তাঁরা এ বিষয়ে সম্মত হয়েছেন যে ভারত-মার্কিন বোঝাপড়া শুধু ২ দেশের মানুষের জন্যই নয়, সারা বিশ্বের জন্যই প্রয়োজনীয়। ভারতের পাশে থাকার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।
আরও পড়ুন-
Joe Biden : দিল্লিতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, মোদীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক
G20 Summit: 'ফলপ্রসূ আলোচনা', জি ২০ শীর্ষ সামিটের আগেই মোদী-হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক
'স্বাগতম'-সাংস্কৃতিক ঐতিহ্যকে সঙ্গী করে বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানাচ্ছে ভারত