ভারতবর্ষে সবকিছু আছে, হৃদয় থেকে অনুভব করুন এই দেশকে-মোদী। প্রমোদতরী গঙ্গা বিলাস যাত্রার সুচনায় বললেন প্রধানমন্ত্রী। ৫১ দিনে বারাণসী থেকে ডিব্রুগড় প্রমোদতরী গঙ্গা বিলাস। ভারত ও বাংলাদেশের ৫টি রাজ্য জুড়ে ২৭টি নদী পথ অতিক্রম করবে।
ভারতবর্ষে সবকিছু আছে, হৃদয় থেকে অনুভব করুন এই দেশকে-মোদী। প্রমোদতরী গঙ্গা বিলাস যাত্রার সুচনায় বললেন প্রধানমন্ত্রী। ৫১ দিনে বারাণসী থেকে ডিব্রুগড় প্রমোদতরী গঙ্গা বিলাস। ভারত ও বাংলাদেশের ৫টি রাজ্য জুড়ে ২৭টি নদী পথ অতিক্রম করবে। ৩,২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। ৫১ দিনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ঘুরবে। পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং অসমের গুয়াহাটি সহ মোট ৫০টি পর্যটনস্থল ঘুরবে।