মহারাজকীয় আয়োজনে রাজা বানিয়ে ছাড়বে গঙ্গা বিলাস, রঙিন দুনিয়ার ডানা মেলে নদীপথে জুড়ল বারাণসী- ডিব্রুগড়

নদী পথে প্রমোদতরীর সফরে মহারাজকীয় সেবা, ৫১ দিনের গঙ্গা বিলাস সফরে খরচ ২০ লক্ষ টাকা । মোট ১৮টি স্যুট রয়েছে গঙ্গা বিলাসে, এক একটি স্যুট রাজপ্রসাদের মতো করে সাজানো ।

গঙ্গা বিলাসে রয়েছে ১৮টি ফাইভ-স্টার স্যুট। যার নদীর দিকে জানলা এক্কেবারে মেঝে থেকে ছাদ পর্যন্ত গ্লাস প্যানেলে ঢাকা। ফলে নদীর ৩৬০ ডিগ্রি দর্শন খালি চোখে সম্ভব। এর সঙ্গে রয়েছে ফাইভ-স্টার হোটেলের মতো আন্তর্জাতিকমানের ইন্টেরিয়র। যারমধ্যে স্যুটের ওয়াল থেকে শুরু করে বসার কুশন, সোফা, রিডিং টেবিল, বিছানা সবকিছু-ই মনে করিয়ে দেয় রাজকীয় আতিশয্যকে। 

৫১ দিনে মোট ২৭টি নদী অতিক্রম করবে এই লাক্সারি রিভার ক্রুইজ।  , তার মধ্যেই পড়বে ভাগিরথী ও হুগলি নদী। এরপর হুগলি নদীর মোহনা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ঘটবে গঙ্গা বিলাসের। সেখানে মেঘনার মধ্যে গিয়ে আরও বিভিন্ন নদী পার করে গঙ্গা বিলাস পৌঁছবে পদ্মায়। সেখান থেকে বিভিন্ন নদীপথ পার করে তা পৌঁছবে ব্রহ্মপুত্রে। এভাবেই গঙ্গা বিলাস পৌঁছবে ডিব্রুগড়ের কাছে নিমাতি ঘাটে। 

গঙ্গা বিলাস ৫১ দিনে মোট ৩২০০ কিলোমিটার নদী পথ অতিক্রম করবে। এই যাত্রা পথে বারাণসী, পাটনা, মুর্শিদাবাদ, কালনা, চন্দননগর, কলকাতা, সুন্দরবন-এর মতো পর্যটনস্থলগুলো পরিক্রমা করে পৌঁছবে বাংলাদেশে। ঢাকা শহর-সহ বাংলাদেশের আরও অনেক পর্যটনস্থলও এর যাত্রা পথে রয়েছে। অসমের কাজিরাঙা অভয়ারণ্য-ও রয়েছে এর সফরনামায়। গঙ্গা বিলাসের প্রথম যাত্রায় ৩৩ জন পর্যটক রয়েছেন। এদের মধ্যে ৩২ জন সুইৎজারল্যান্ডের, অন্যজন জার্মানির। পর্যটক ছাড়াও ৪০ জন কর্মী-রও থাকার বন্দোবস্ত রয়েছে গঙ্গা বিলাসে। 

নদীপথে শুধু ভ্রমণ নয়, সেই সঙ্গে যাত্রাপথের লাগোয়া এলাকার দ্রষ্টব্য স্থানে ভ্রমণ-এরও ব্যবস্থা রাখা হয়েছে। যার জন্য গঙ্গা বিলাসের পর্যটকরা বারাণসীর বিভিন্ন পর্যটনস্থলগুলো যেমন ঘুরে দেখেছেন তেমনি গঙ্গা ঘাটের আরতিও প্রত্যক্ষ করেছেন। পাটনায় বিখ্যাত তখত শ্রী পাটনা শাহিব টেম্পলে ভ্রমণও রয়েছে। ঘোড়ার গাড়িতে চড়ে মুর্শিবাদ শহরের ঐতিহাসিক স্থলগুলো ঘুরে দেখানো হবে পর্যটকদের। কলকাতায় বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শনের সঙ্গে সঙ্গে কুমোরটুলি ও জগন্নাথ ঘাটের ফুলের বাজারেও যাবেন এই পর্যটকদের দল। এছাড়াও রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোফ ফরেস্ট দর্শন। ঢাকা শহর রয়েছে ভ্রমণস্থলের অন্যতম আকর্ষণে। অসমের কাজিরাঙা ফরেস্টেও নিয়ে যাওয়া হবে এই পর্যটক দলকে। তবে, ৫১দিন যে সফর করতে হবে এমন কোনও শর্ত এই মুহূর্তে রাখা হয়নি গঙ্গা বিলাসে। তবে যে কোনও পর্যটককে অন্তত ১৮দিন সফর করতেই হবে। গঙ্গা বিলাসে কম করে ১২লক্ষ ৭৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে। নদী পথে সফরের সঙ্গে সুইমিং-এর মজার সঙ্গে সঙ্গে স্পা এবং জিম-এর মজাও নিতে পারবেন পর্যটকরা। 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন