এপ্রিলের প্রথম সপ্তাহেই পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহের ভয় দেখাচ্ছে চৈত্রশেষের দুপুর

মহারাষ্ট্রের আকোলায় সর্বাধিক ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপরে রাজস্থানের বারমেরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৫ ডিগ্রি।

Parna Sengupta | Published : Apr 4, 2022 11:44 AM IST

এপ্রিলের শুরুতেই ভয় ধরাচ্ছে গরম। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। এমন অবস্থা, এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। রাজস্থান, হরিয়ানা এবং এমনকি হিমাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকায় রবিবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। সেই সঙ্গে ছিল তীব্র তাপপ্রবাহ। 

মহারাষ্ট্রের আকোলায় সর্বাধিক ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপরে রাজস্থানের বারমেরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৫ ডিগ্রি। আবহাওয়া দফতরের মতে, দিল্লিতেও রবিবার মারাত্মক গরম অনুভব করা গিয়েছে। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস নজফগড় পর্যবেক্ষণ স্টেশনে রেকর্ড করা হয়েছে এই মাত্রা ছাড়া তাপমাত্রা।

Latest Videos

আইএমডি বলেছে যে বেশ কয়েকদিন ধরে শুষ্ক হাওয়ার কারণে উত্তর-পশ্চিম ভারতে তীব্র গরম আবহাওয়া দেখা দিয়েছে এবং তেসরা থেকে সাতই এপ্রিলের মধ্যে দক্ষিণ হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়, রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে। তিন থেকে পাঁচই এপ্রিল মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গুজরাট, তিন থেকে চৌঠা এপ্রিল হিমাচল প্রদেশের উপরে এবং তেসরা এপ্রিল জম্মু বিভাগে তাপপ্রবাহ চলবে। তেসরা ও চৌঠা এপ্রিল পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্ন তীব্র তাপপ্রবাহের অবস্থাও হতে পারে।

নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বাতাসের প্রভাবের কারণে আগামী তিন দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় মোটামুটি ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD।

তবে কিছুটা স্বস্তির মুখ দেখছে পশ্চিমবঙ্গ। রোদ আর মেঘের লুকোচুরি খেলায় আপাতত সেই ঝাঁজালো গরম অনুভব করা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দিয়েছে। যা ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে।

বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। তবে গত দুই দিন ধরেই সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা বেশি ছিল কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুধুমাত্র পশ্চিমের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা। তাপমাত্রা পৌঁছাবে চল্লিশের ঘরে।

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul