সাউন্ড সিস্টেম বাজিয়ে পরিবারের ৪ জনকে খুন! গ্রেফতার অভিযুক্ত নাবালক। ত্রিপুরার কমলপুর মহকুমার দুরাই শিব বাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ঘটনা। খুনি পরিবারের নাবালক ছাত্র। সে নবম শ্রেণীর পড়ুয়া।
সাউন্ড সিস্টেম বাজিয়ে পরিবারের ৪ জনকে খুন! গ্রেফতার অভিযুক্ত নাবালক। ত্রিপুরার কমলপুর মহকুমার দুরাই শিব বাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ঘটনা। খুনি পরিবারের নাবালক ছাত্র। সে নবম শ্রেণীর পড়ুয়া। 'বাড়ির ঘরের সামনে একটি লাশ পরে আছে' এই খবর পেয়ে পুলিশ রাত এগারটা নাগাদ ঘটনাস্থলে যায়। বাড়ির মধ্যেই একটি বড় গর্ত থেকে আরও তিন জনের লাশ উদ্ধার করে। কেন খুন? তদন্তের স্বার্থে জানায়নি পুলিশ। স্থানীয়দের দাবী, মোবাইল গেমে আসক্ত ছিল ওই নাবালক। এই নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বচসা লেগেই থাকত। খুনের সময় তারস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে দেয় নাবালক, এমনই দাবি স্থানীয়দের। অভিযোগ, খুনের পর বাড়ির পাশে একটি গর্তে তিন জনকে মাটি চাপা দেয় ওই নাবালক। নাবালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।