'দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করে গেছে', দিল্লীতে NDA সংসদীয় দলের বৈঠকে বললেন নরেন্দ্র মোদী।
'INDIA জোট সবরকম EVM কে দোষ দেয়, এবার EVM জবাব দিয়েছে', 'বিদেশের মানুষের কাছে ভারতের গণতন্ত্রকে নিচু চোখে দেখানোর চেষ্টা করেছে', 'দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করে গেছে', দিল্লীতে NDA সংসদীয় দলের বৈঠকে বললেন নরেন্দ্র মোদী।