৫ কোটি ছাড়াল দেশে করোনার নমুনা পরীক্ষা, ৫ দিন টানা বিশ্ব রেকর্ডের পর কমল দৈনিক আক্রান্ত

 

  • ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৫ হাজারের বেশি
  • দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় ১৫ হাজার কম
  • তবে একদিনে এই প্রথম মৃতের সংখ্যা ১,১০০ ছাড়াল
  • গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ লক্ষ করোনার নমুনা পরীক্ষা দেশে

Asianet News Bangla | Published : Sep 8, 2020 4:55 AM IST / Updated: Sep 08 2020, 01:43 PM IST

গত ৫ দিন ধরে করোনার দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড গড়ছিল ভারত। দৈনিক আক্রান্ত থাকছিল ৯০ হাজারের উপরে। তার তুলনায় মঙ্গলবার পরিস্থিতির কিছুটা উন্নতি হল। যদিও দৈনিক সংক্রমণ এখনও যথেষ্ট আশঙ্কার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৭৫,৮০৯ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪২ লক্ষ ৮০ হাজার ৪২৩। রবিবার রাতেই ব্রাজিলকে পেছনে ফেলে করোনা আক্রান্ত দেশ হিসাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

 

 

গত কয়েকদিন ধরেই দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা হাজারের উপরে থাকছিল। মঙ্গলবার সেই সংখ্যাটা ১,১০০ পার করে গেল। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১,১৩৩ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২,৭৭৫।

এসবের মধ্যে অবশ্য আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫১ জন। ফলে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭।  পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৭৭ শতাংশের বেশি । মৃত্যুহার ১.৭২ শতাংশে নেমেছে। দেশে মোট করোনা সংক্রমণের ২০.৯৯ শতাংশ এখন সক্রিয় রোগী। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার গোটা দেশে ১০  লক্ষ ৯৮   হাজার ৬২১  কোভিড টেস্ট হয়েছে। যার ফলে ভারতে ৫ কোটির বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।  সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৫ কোটি ৬  লক্ষ ৫০  হাজার ১২৮ টি  নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। 

 

 

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিবৃতি বলা হয়, বিশ্বে হাতে গোনা যে ক'টি দেশে দৈনিক উচ্চ সংখ্য়ায় করোনাভাইরাসের টেস্ট হচ্ছে, তাদের মধ্যে অন্যতম ভারত। এই ক'দিনের মধ্যে যে পরিকাঠামো গড়ে উঠেছে, তাতে রোজ ১১.৭০ লক্ষ কোভিড টেস্ট হতে পারে। কেন্দ্রের রিপোর্টে আরও বলা হয়েছে, গত দু-সপ্তাহেই ১ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার ৯০৪টি নমুনার টেস্ট হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক তরফে পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়, রোজই কোভিড টেস্টের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক টেস্টের সংখ্যা ৭ লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষে পৌঁছেছে। কোভিড টেস্টের সংখ্যা বাড়ায়, উল্লেখযোগ্য ভাবে আক্রান্তও বাড়ছে।  সংক্রমণের নিরিখে ব্রাজিলকে পিছনে ফেলে ভারত এখন দ্বিতীয় স্থানে আমেরিকার পরেই রয়েছে।

Share this article
click me!