ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) নিল এক যুগান্তকারী পদক্ষেপ। মনে করা হচ্ছে এই নয়া পদক্ষেপ মহাকাশ গবেষণায় এক নতুন মাত্রা যোগ করবে।
একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিভন জানিয়েছেন এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে ভারত। প্রসঙ্গত এই প্রকল্পটি গগনযান মিশনেরই অংশ।
গতকাল ইসরোর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ভারতের দ্বিতীয় চন্দ্রযান, চন্দ্রযান ২ উৎক্ষেপণ করা হবে ১৫ জুলাই। এই চন্দ্রযানে মূল অংশ তিনটি, ল্যান্ডার, অরবিটার ও রোভার। সব ঠিকঠাক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে এই চন্দ্রযান, যা এর আগে কেউ করেনি।
আবার চাঁদে পাড়ি, হাতে আর কয়েক দিন, নাভিশ্বাস ইসরোর
আর এরই মাঝে প্রকাশিত হল ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরির খবর। কে শিভন-এর কথায় এদিন উঠে এল গনযান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা। আর এই প্রসঙ্গেই মহাকাশে ভারত নিজের স্পেস স্টেশন পরিকল্পনার কথাও প্রকাশকরেন তিনি।