প্রবল ধসে দক্ষিণ ভারতে ভয়ঙ্কর বিপর্যয়! কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ১৯ জনের। মধ্যরাতের বিপর্যয়ে ধ্বংসস্তুপে পরিণত স্কুল! মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাস্থল, মুন্ডক্কাই টাউন, মেপ্পাদি এবং ওয়ানাড জেলার চুরামালা, আত্তামালা।
প্রবল ধসে দক্ষিণ ভারতে ভয়ঙ্কর বিপর্যয়! কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ১৯ জনের। মধ্যরাতের বিপর্যয়ে ধ্বংসস্তুপে পরিণত স্কুল! মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাস্থল, মুন্ডক্কাই টাউন, মেপ্পাদি এবং ওয়ানাড জেলার চুরামালা, আত্তামালা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।