কুম্ভমেলা যোগী সরকার আয় করবে ২,০০০,০০০,০০০,০০০ টাকা, বদলে যাবে উত্তরপ্রদেশের অর্থনীতি

আজ থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষ। আগামী দিনে আরও ভিড় হবে বলেও মনে করছে উত্তরপ্রদেশ প্রশাসন।

 

Saborni Mitra | Published : Jan 13, 2025 8:47 PM
110
মহাকুম্ভ

১২ বছর অন্তর হয় মহাকুম্ভ। কুম্ভেমেলার পৌরাণিক কাহিনি হল-কুম্ভকে কেন্দ্র করেই দেবতা আর অসুরদের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের সময় কুম্ভ থেকে চারটি ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে গিয়েছিল। যার একটি ফোঁটা হয়েছিল প্রায়াগরাজে। বাকি তিন ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বার, নাসিক আর উদ্দয়িনে। চারটি শহরই হিন্দুদের কাছে পুণ্য তীর্থ কেন্দ্র

210
ইতিহাস বলছে

ইতিহাস অনুযায়ী হর্ষবর্ধন খ্রিস্টপূর্ব ৬৪৪ সালের দিকে এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন শুরু করেন।

310
ভৌগলিক গুরুত্ব

প্রয়াগরাজে গঙ্গা,যমুনা আর সরস্বতী নদীর সঙ্গম। তাই ভৌগলিক গুরুত্ব অনেক। হিন্দু শাস্ত্র অনুযায়ী সঙ্গমে ডুব দিয়ে স্নান করলে পবিত্র অর্জন হয়।

410
বিশ্বের বৃহত্তম মেলা

বিশ্বের বৃহত্তম মেলা বলা যেতে পারে কুম্ভমেলাকে। প্রাচীন এই মেলা। এবার ৪০ কোটি মানুষ আসতে পারে। যা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মোট জনসংখ্যার থেকে বেশি।

510
কুম্ভমেলার বাজেট

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। তলবে ৪৫ দিন ধরে। এই মেগাইভেন্টের জন্য যোগী আদিত্যনাথ ৭০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।

610
আয়ের সম্ভাবনা

২০২৫ সালের মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। হিসেব বলছে ৪০ কোটি দর্শনার্থী যদি প্রত্যেকেই ৫০০০ টাকা করে ব্যায় করে তাহলেই ২ লক্ষ কোটি টাকা আয় হতে পারে।

710
জিডিপি বাড়বে

কুম্ভমেলা বদলে দিতে পরে উত্তরপ্রদেশের অর্থনীতি। মেলার কারণে প্রকৃত জিডিপি ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে বলেও আশা করছে প্রশাসন।

810
গড় ব্যায় হতে পারে

সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে প্রতি ব্যক্তির গড় ব্যায় ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাতে আয় হবে দ্বিগুণ।

910
২০১৯এ অর্ধকুম্ভ

২০১৯ সালে অর্ধকুম্ভের সময় ২৪ কোটি তীর্থযাত্রী এসেছিল। সেই সময় আয় হয়েছিল ১.২ লক্ষ কোটি টাকা।

1010
খাবার বিক্রি করে লক্ষ

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ) অনুসারে, প্যাকেজজাত খাবার, জল, বিস্কুট, জুস এবং খাবার সহ খাদ্য ও পানীয় সামগ্রিক বাণিজ্যে ২০,০০০ কোটি টাকা যোগ করতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos