এবারের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। রাজনৈতিক দলগুলির পাশাপাশি নির্বাচন কমিশনও লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে ১ জুন। ১৯ এপ্রিল সকাল ৭টা থেকে থেকে ১ জুন সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত নির্বাচনী জনমত সমীক্ষা চালানো বা ফলপ্রকাশ করা যাবে না। ভোটাররা যাতে প্রভাবিত না হন, সেটা নিশ্চিত করার জন্যই ভোটগ্রহণ চলাকালীন জনমত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অননুমোদিত রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে ফেলার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে আবেদনও করতে চলেছে নির্বাচন কমিশন। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বিজেপি-র বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের বিতর্ক এড়ানো যায়, সেটা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।
লোকসভা নির্বাচন নিয়ে সতর্ক কমিশন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে প্রতি দফার ভোটগ্রহণের পর ৪৮ ঘণ্টা পর্যন্ত বৈদ্যুতিন মাধ্যমে জনমত সমীক্ষা বা অন্য কোনও সমীক্ষার ফল প্রকাশ করা চলবে না। ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে যাতে কোনও ভুল তথ্য না প্রচারিত হয়, সেটা নিশ্চিত করাই লক্ষ্য।
বিজ্ঞাপন নিয়ে সতর্ক নির্বাচন কমিশন
এবারের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রচার ও বিজ্ঞাপন প্রকাশ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৪ জুন। সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম, দেওয়াল লিখন, হোর্ডিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে রাজনৈতিক দলগুলি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অননুমোদিত বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-